আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিস্তিনের শিশুরা ............

ফিলিস্তিনের শিশুরা মুসলিম নয়, খৃষ্টান নয়, বৌদ্ধ নয়, ইহুদী নয়। এমনকি তারা কোনো হিন্দুও নয়। গতকাল পর্যন্ত তাদের জন্ম :একটি লাল আকাশের গল্প বলতে। এবং মাটিতে রক্তের ফসল তুলতে। ওরা কোনো শব্দচাষী নয়, যদিও ওদের চিৎকারে শোঁকগাথা হতে পারে, একটি মহাকাব্যও হয়ত হতে পারত; কিন্তু ফিলিস্তিনের শিশুরা রক্তচাষী।

তারা জানে, কীভাবে বিলিয়ে দিতে হয় তাজা রক্ত, কীভাবে তুলতে হয় এর ফসল। ফিলিস্তিনে কোনো মৌসুম নেই। জানুয়ারি থেকে ডিসেম্বরঃ তিনশত পয়ষট্টি দিন ওখানে রক্তের চাষ হয়। ওরা আজ চিঠি লিখেছেঃ সমীপেষু মানবতা! রক্তের কলমে রক্তের কসমে লিখেছে রক্তের কথা। জানতে চেয়েছে, রক্তাভ লাল আকাশে আমরা ভয় পায় কিনা, আমরা কাঁদি কিনা।

হে ফিলিস্তিনের শিশুরা শোনোঃ তোমাদের রক্তে কাঁদে না মানুষ, আমেরিকা ও জাতিসংঘ। তবে, আজ যদি বেঁচে থাকো আগামীকালের প্রার্থনায় শুধু এ-টুকু বলোঃ বেহেস্তের সব দরোজার রঙ যেনো লাল হয়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.