আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারনেট মানে মিথ্যা আর ব্ল্যাকমেইল এর স্বর্গরাজ্য!



প্রথম যখন ইন্টারনেটে ঢুকি তখন সময়টা ২০০৩ সাল। তখন আশ্চর্য হয়েছিলাম সেই সাথে মনে হয়েছিল এই জগৎটি সারা বিশ্বের মানুষের মিলনক্ষেত্রও বটে। কিন্তু সত্যি কথাটি আজ বলতে হচ্ছে এভাবে এবং এটা আমি সহ আর সব ব্যবহারকারীরাও জানেন। ইন্টারনেটে বন্ধু খোঁজে অনেকেই, প্রকৃতপক্ষে বন্ধু যাকে বলে ইন্টারনেটে আমি এর কোন অস্থিত্ব খুঁজে পাইনি। আমার কাছে অনেক অভিজ্ঞতার ফসল হিসেবে এটাই মনে হয়েছে যে, ইন্টারনেট হচ্ছে মিথ্যা, চতুরতা আর ব্ল্যাকমেইল এর স্বর্গরাজ্য।

ধরুন, ইয়াহু ম্যাসেঞ্জারে আজ একজনের সাথে প্রাণখুলে অত্যন্ত হৃদ্যতার সাথে বন্ধুত্বপূর্ণ কথা হলো। সেই সাথে ভুলে না যাওয়ার প্রতিশ্রুতিও হলো উভয়পক্ষের মধ্যে। এরপর দু'একদিন পর আবার অনলাইন হলো দু'জন বন্ধু। তখন তাদের মধ্যে কথা হয় ঠিক এই রকম ভাবে- হ্যালো, কেমন আছেন? আরেক জন বলে- আমি কি আপনাকে চিনি? আর একটি ব্যাপার চিরসত্য এই ইন্টারনেটে- এখানে মেয়ে বন্ধু পাওয়ার আশায় সবাই ব্যাকুল, কিন্তু কোন মেয়ে বন্ধু পায়না। অনেক ছেলে একাধিক স্থানে বন্ধুত্ব করতে আগ্রহী হয়ে মোবাইল নম্বর দেয়।

কিন্তু কখনও পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন সাড়া পায়না, শুধুমাত্র অগণিত প্রতারকদের ইমেইল ছাড়া! এরপর হয়তো কেউ শখ করে কোন ফ্রেন্ডশীপ ওয়েবসাইটে একটি মেয়ে নাম ও মোবাইল নম্বর দিয়ে দিলো। অমনি আসতে থাকে শতশত কল! কিন্তু আমরা একটুও ভাবিনা যে এখনও বাংলাদেশের মেয়েরা এতোখানি অগ্রসর হয়নি যে তারা বন্ধুত্ব করতে চেয়ে ওয়েবসাইটে লিখবে। এটা একটা ছেলেরই অপকর্ম। যাক সেকথা এব্যাপারে সবাই কমবেশি জানেন। ফলে আমার কাছে ইন্টারনেটের অভিজ্ঞতা এই রকম-ই।

অতঃপর শেষ কথা এভাবে বলতে ইচ্ছা করছে- আমরা কি একটু সৎ হতে পারিনা, পারিনা একটু প্রকৃত বন্ধুত্বপূর্ণ হৃদয় নিয়ে নেট ব্রাউজ করতে? ২০০৯ সালের ইন্টারনেট জগৎ এতো পঙ্কিলতাময় হবে কেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.