আমাদের কথা খুঁজে নিন

   

জামাতিদের ব্রেইন ওয়াশ.। পুরাই হোয়াইট ওয়াশ

দেশ প্রেমিক শুধু কথায় নয় কাজে হতে চাই। শালারা ব্রেইন কি দিয়া ওয়াশ করে যে পুলাপাইনের ব্রেন ডিফেক্ট হইয়া যায়। দেশের সব মানুষ যখন শাহবাগ মুখি তখন জামাতের রাজাকার রা আছে ছোট ছোট পলাপাইন এর ব্রেইন ওয়াশ করা তে। পলাপাইন গুলাও নাদান। এমন ওয়াশ খাইছে অগরে গু দেখাইয়া যদি কয় এইডা ইলিশ মাছ ওরা তাই মাইনা নিব।

নিজের চোখেই দেখুন বড় রেসুলেশনে এখানে দেখুন ১ ভাষণে নাকি ৫০০০০। কান্ড দেখছেন? কোন সাহাবী ও কি এমন কাজ করতে পেরেছিলেন? এইসব ফাউ ও ছাগু যুক্তি কেন যে পলাপাইন মাথায় ঢুকায় তাই আমার মাথায় ঢুকেনা। আরও অনেকে কয় যে এইসব নাকি র পরিচালনা করে। আমার কথা র নাকি isi এর চির শত্রু। ওদের সব শত্রুতা isi এর সাথে।

তাইলে কি ওরা নিজেদের isi এর দালাল মানে পাকিস্তানের দালাল কয়? ওরা আর কত পাক পাক কইরা নিজেগো নাপাক বানাইবো এইসব আর কিছুই না শাহবাগ এর আন্দোলনরে পচানের একটা অপকৌশল। আসুন আমরা নিজ নিজ অবস্থান থেকে এর প্রতিরোধ করি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.