অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই
আমি তোর দেয়া ঘুঙুর পায়ে আজো জড়িয়ে
তুই সেই ঘুঙুর খুব যতন করে দিয়েছিলি পড়িয়ে
আমি ছিলাম তোর সবুজ বাগানে নেচে বেড়ানো প্রজাপতি
রিনিঝিনি রিনিঝিনি মাতাল করা সুরে তুই পাগল হতি
তুই আমার খোঁপায় গুজা শিউলিফুল আলতো করে তুলে নিতি।
তুই এখন আর ঘুঙুর পায়ের নাচ দেখিস না
আমার খোঁপার শিউলি ফুল আর সুভাস ছড়ায় না
তবুও যে আমার চোখে জল ঝরা মানা
তুই আজ আমার কাছে বড্ড বেশি অচেনা!
আজ আমার পদ্ম ফোঁটা দিঘীর জলে ডালিম রাঙা আলতা ভাসে
আমার ঘুঙুর আর রিনিঝিনি সুর তুলে না দিনের শেষে।
পদ্মপাতা, জলে ভেজা আলতা আমার পায়ে মাখায়
সেই রক্তরাঙা আলতা আমার আঁখির পাতায়!
তুই আজ বড্ড বেশি আনমনা
আর তুর সবুজ বাগানের প্রজাপতিটার ভাঙা ডানা!....ঘরকোনা
*********************
কবিতা লেখা আমার কাজ না। তবুও ছন্দ দিয়ে কিছু একটা লেখার বৃথা চেষ্টা করলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।