আমাদের কথা খুঁজে নিন

   

মিডিয়ার লোকে'রা নিজেদেরকে কি মনে করে ? যা তারা মনে করে তারা কি সেরকম কিছু?

.

শিরোনামটি প্রশ্নবিদ্ধ হতে পারে ? হোক তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই, কারণ সত্যকে বলার এবং জানার অধিকার সকলেরই আছে। উচ্ছল, তারুন্য নির্ভর মিডিয়া জগতে'র প্রতি ঝোক যে কোন তরুনরেই থাকতে পারে, হয় ঝোকের বশে সে সেখানে সম্পৃক্ত হতেও পারে, কিন্তু হওয়ার আগ পর্যন্ত সে জানতেও পারেনা সে পূর্বের পরিচয় ছেড়ে নতুন পরিচয়ে আর্বিভূত হতে যাচ্ছে, বাহ্যিক কোন পরিবর্তন চোখে পড়ুক বা নাই পড়ুক ভেতরের যে আমূল পরিবর্তন ঘটে একটা অন্য মানুষে রুপান্তরিত হয় সেই মানুষটি তখনও বুঝতে পারেনা, কারণ চোখ-কান-মুখ খোলা রাখবার কথা থাকলেও প্রকৃতপক্ষে অন্ধ মোহে ততদিনে সে আর তখন শুধু 'ম্যান' থাকেন মানুষ্য জাতির আর একটি নতুন মোড়কীকরণ সংস্করণে আর্বিভূত হয় "মিডিয়া ম্যান" রুপে। গত ২৬ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৪ তারিখে বসুন্ধরা সিটিতে আগুন এবং সাংবাদিক ভাইদের extra দায়িত্ব (বিষ্ময়বোধক !) ও (প্রশ্নবোধক?) শিরোনাম পোষ্টে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সমালোচনা করলেও, বসুন্ধরা কর্তৃপক্ষের মারের ঘটনাকেও একজন সাধারণ নাগরিক হিসেবে আমিও সমর্থন করিনি। কথা তারপরেও থেকে যায়, কিছু কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি'র পর্যায়ে নেয়া মানুষগুলির ব্যবহারগুলিকে সবসময় এড়িয়ে চলার চেষ্টা করি, তবু মানুষের আলগা ভাবের বদৌলতে মেজাজকে বিনয়ের পর্যায়ে রাখলেও, অন্তত মনে মনে তাকে ঘৃণা করি। আজকের ঘটনাটাই বলি, ...... অফিসে একজন ভদ্রলোক (শুরুতে ভেবেছিলাম) আসলেন, তার কমপ্লেইন বসুন্ধরা সিটিতে পার্কিং চার্জ মটোরসাইকেলের ক্ষেত্রে পূর্ব নির্ধারিত ৫/= টাকার পরিবর্তে নতুন চার্জ ১০/= টাকা ধার্য করা হয়েছে।

কেন করা হলো ? সোজ প্রশ্ন, বিনয়ের সাথে উত্তর দেয়ার চেষ্টা করলাম, এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত জানতে চাইলাম, তার সমস্যা এবং তা সমাধানের আশ্বাসও দিলাম। তার একই প্রশ্ন কেন ৫/= টাকা থেকে ১০/= টাকা করা হলো ? তাকে তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করলাম, বিগত ৫ বছর শপিং মল চালু অবস্থায় এই প্রথম পার্কিং চার্জ বাড়ানো হয়েছে, এবং সুবিধা হিসেবে অন্য যেকোন শপিং মল কিংবা পার্কিং ব্যবস্থায় ঘন্টা হিসেবে চার্জ ব্যবস্থা চালু থাকলেও আমাদের এখানে একবার পার্কিং-এ যতক্ষন খুশি সে রাখতে পাচ্ছে। তাতেও সেই ভদ্রলোককে সন্তুষ্ট করতে পারলাম না। তাকে আমাদের উর্ধ্বতন কর্মকর্তার সাথে সাক্ষাতের ব্যবস্থার কথা বললাম, তিনি তারপরেও অসন্তুষ্ট। এরকম একজন মানুষকে আর কি পূর্ন কি তথ্য দিয়ে তার সমস্যার সমাধান করতে পারি।

তিনি আমাকে তখনোও পরিচয় দেন নি, তার কথায় পরিচয় পেয়ে গেলাম। যাবার সময় বলে গেলেন, "ঠিক আছে আমি দেখবো, আমি মিডিয়ার লোক" ব্যপারটা কি ঘটলো, "মিডিয়া ম্যান" বলে আমাকে এবং আমার কর্তৃপক্ষকে থ্রেড দিয়ে গেল, তাই না ? ঘটনাতো সেরকমই দাড়ায়। তাহলে জেনে নিন, এই তাদের পরিচয় এই তাদের পেশা !!! (বিচিত্র এরাই, বাক স্বাধীনতায় কথা বলতে চাই, এখন তো মনে হয়, বাক স্বাধীনতাকে এর হরণ করতে চাই)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।