নতুন ট্রেন্ড বাংলাদেশে, ATHEISM.
যেই বিশ্ববিদ্যালয়ে উঠে গেল ছেলে-পিলে দেখলাম ফেইসবুক প্রোফাইলে গোটা করে লিখা ATHEIST। আচ্ছা তোমাদের তো ধর্ম নেই তাহলে ধর্মের নামে পাশে কেন লিখছ ATHEIST। ‘রিলিজিয়াস ভিউ’ তো নেই তোমাদের কোন ? কেন বড়াই করে বলছ আমরা ATHEIST ?
কোন সমস্যা নেই আমার নাস্তিকতা নিয়ে।
প্রত্যেকটা মানুষের অধিকার আছে নিজের বিশ্বাস পালন করবার।
এবং প্রত্যেকটি ধর্মেই আছে, অন্যের ধর্ম এবং তাদের বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করা যাবেনা।
সেই অনুসারে নাস্তিকতা নিয়ে আমাদেরও কোন বিবাদ নেই।
অনেক নাস্তিকতার উদাহারন দেখেছি, বাইরের দেশে অহরহ। কিন্তু তারা যেমন নিজেরা ধর্ম পালন করেনা তেমন অন্যের ধর্ম নিয়েও তাদের সমস্যা নেই।
সেইটেই তো ‘ মুক্তচিন্তার ‘ মূল কথা নাকি ?
ব্যাক্তিচিন্তা আর ব্যাক্তি স্বাধীনতায় বিশ্বাস ?
শুধু মাত্র আমাদের দেশেই নাস্তিক দের দেখি, তারা অন্যের বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলে, বিশ্বাস ভাঙ্গার চেষ্টা করে, প্রতি পদে ভুল ভুল বলে চিৎকার করে। খারাপ খারাপ কথা বলে।
আমাদের সৃষ্টিকর্তা, আমাদের ধরমগুরু দের গালি দেয়া, অশ্লীল কিছু বলতে তোমাদের বাধে না ? এরকম কেন ?
তুমি মুক্তচিন্তার মানুষ, তার মানে এই যে তুমি মত প্রকাশের স্বাধীনতায় সম্মান, ব্যাক্তিবিশ্বাসে সম্মান রাখো। অর্থাৎ আমার মত প্রকাশের স্বাধীনতায়ও তোমার কোন বিবাদ করবার কথা নয়, আমার বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলবার কথা নয়। কিন্তু তোমরা তা করনা।
যখন তোমরা কর সেটা ‘মুক্তচিন্তা’ আমরা করলে ‘ সেকিউলারিজম ‘ ‘ মৌলবাদ ‘ ‘ ভণ্ডামি ‘।
তাহলে তোমরা কি আসলেই মুক্তচিন্তার প্রকাশ করছ, নাকি শুধুই নিজের বিশ্বাস প্রতিষ্ঠা করছ ?
আচ্ছা, কোন কিছুতে বিশ্বাস করা এবং সেই বিশ্বাস প্রচার করবার নামই তো ধর্ম তাইনা ?
তাহলে তোমরা নিজেদের বিশ্বাস প্রতিষ্ঠা করতে চাইছ মানে নিজেরাও একটা ধর্ম মেনে চলছ।
পার্থক্য তোমরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করছ না, আর আমরা যারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এবং অন্যান্য ধর্ম পালন করছি তারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করছি।
আচ্ছা ভণ্ডামি তাহলে করছে কারা ??? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।