আমাদের কথা খুঁজে নিন

   

আমার কাছে তুমি



আমার কাছে তুমি, দুর্বা ঘাসের আগায় ছোট্ট শিশির প্রভাত প্রভাকরনের স্নিগ্ধ আলোয় ঝলমল আমার কাছে তুমি, পাহাড় ঘেসে ছোট্ট গুহা ঝড়-বন্যার মাঝে শান্ত নিবির আশ্রয়স্থল আমার কাছে তুমি, মরুভূমির মাঝে পল্লবপূর্ণ শীতল মরুদ্যান পথের ক্লান্তি ক্ষয়ের নিরাপদ স্থান আমার কাছে তুমি, মহাসাগরের মাঝে অপূর্বদৃশ্যের অন্তিম দ্বীপ সমুদ্র যাত্রার রষানলের শ্রান্ত রীফ আমার কাছে তুমি, বাড়ির উঠানে কচি লাউয়ের ডগা আপন মনে বাতাসের সাথে খেলা আমার কাছে তুমি, ফুলের বাগানের একটি গোলাপ সুরভিত সারা বেলা।আমার কাছে তুমি, দুর্বা ঘাসের আগায় ছোট্ট শিশির প্রভাত প্রভাকরনের স্নিগ্ধ আলোয় ঝলমল আমার কাছে তুমি, পাহাড় ঘেসে ছোট্ট গুহা ঝড়-বন্যার মাঝে শান্ত নিবির আশ্রয়স্থল আমার কাছে তুমি, মরুভূমির মাঝে পল্লবপূর্ণ শীতল মরুদ্যান পথের ক্লান্তি ক্ষয়ের নিরাপদ স্থান আমার কাছে তুমি, মহাসাগরের মাঝে অপূর্বদৃশ্যের অন্তিম দ্বীপ সমুদ্র যাত্রার রষানলের শ্রান্ত রীফ আমার কাছে তুমি, বাড়ির উঠানে কচি লাউয়ের ডগা আপন মনে বাতাসের সাথে খেলা আমার কাছে তুমি, ফুলের বাগানের একটি গোলাপ সুরভিত সারা বেলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.