আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা দিবস অথবা ভালবাসার বাড়াবাড়ি

সত্য অথবা মিথ্যা দুটোই হতে পারে। বিশ্বাস করা আর না করা আপনার ব্যপার। এত ঘটা করে ভালবাসা দিবস পালন করার কি কোনো দরকার আছে? আমার তা মনে হয় না। একটা বিদেশি সংস্কৃতিকে নিয়ে কি আমরা একটু বেশিই করে ফেলছি না? আমার মনে হয় প্রতিটি মানুষ তার মনে এক সাগর ভালবাসা জমিয়ে রাখে। তার কিছুটা মা-বাবার জন্য, কিছুটা ভাই-বোনের জন্য, কিছুটা পছন্দের মানুষটির জন্য।

সেটা আমরা প্রতিদিন প্রতিটি মুহুর্ত অনুভব করতে পারি। ভালবাসার মানুষকে ভালবাসা: ভালবাসার মানুষের একদিনের কিছু ফুল দেয়ায় অথবা কার্ড, চকলেট দিলেই কি বুঝবো সে আমাকে ভালবাসে?হতেও তো পারে সে আমাকে সকালে চকলেট দিয়ে বিকেলে অন্য কাওকে চাইনিজে নিয়ে যাবে। ভালবাসা অথবা ভালবাসি এই অনুভবটাই জরুরী। দিনটা কোন ব্যপার না। যেকোন দিন, যেকোনো সময়ের একটা ভালবাসার হাসিই একজনকে বুঝতে যথেষ্ট তার পছন্দের মানুষ তাকে কতটা ভালবাসে।

একতোড়া ফুল অথবা কার্ড দরকার হয় না। আর এখন ভালবাসা দিবসে যে ভাবে ভালবাসা দেখানো হয় রাস্তাঘাটে, পার্কে সেটার কথা নাইবা বললাম। মা-বাবার জন্য ভালবাসা: মা-বাবাকে ভালবাসার কথা বলে বুঝানো সম্ভবই না। আমার লজ্জা লাগে যখন ভাবি মাকে এইদিনে গিয়ে বলব "মা অনেক ভালবাসি তোমাকে" আরে এইভাবে বলাটাই তো কৃপনতা মনে হয়। মাকে ভালবাসি যখন মায়ের কোলে মাথা রেখে বসে থাকি।

মাকে ভালবাসি যখন মাকে জরিয়ে ধরে কাদতে পারি। নির্দিষ্ট দিনে ভালবাসি মা বললে তো সেই ভালবাসাটাই অনেক ছোট হয়ে যাবে। ভাই-বোনের জন্য ভালবাসা: ভাইয়া যখন অফিস থেকে সন্ধায় বাসার এসে চুলে টান দিয়ে বলে "কিরে পাগলি ভাল আছিস?" তখন অনুভব করি ভাইয়ার ভালবাসা। এই ভালবাসা কি আমি বুঝতে পারব যখন ভাইয়া এইদিনে এসে কিছু চকলেট দিয়ে বলবে ভালবাসা দিবসে তোর জন্য এনেছি। কখনই না।

আমার বোনটা যখন ফোন দিয়ে বলে "আজ বাসায় খিচুড়ি রান্না হয়েছে। সাথে ডিম ভাজি। খেতে চাইলে আয়। "তখন বুঝি বোনটার ভালবাসা। যদিও সারাখন ঝগড়াই করি।

তবুও মনের কোনে একটা কথা দোলা দেয় যে আপু মনে রেখেছে আমি কি পছন্দ করি। ভীষন ভালবাসি তখন আপুকে। এই ভালবাসা কি সামান্য কিছু গিফট দিয়ে বুঝানো সম্ভব?না। সব মানুষের জন্য ভালবাসা: একটা ছোট শিশু যখন রাস্তায় এলোমেলো পায়ে হাটে তখন মনে অচেনা একটা ভালবাসার জন্ম হয়। মন খারাপের সময় যখন বন্ধুরা এসে হাসাতে চায় তখন মনেমনে বলি ভালবাসি বন্ধু।

যখন বাবার বয়সি একজন এসে মাথায় হাত দিয়ে বলেন ভাল থাকো মা, তখনও অনুভব করি গভীর ভালবাসা। ---------------------------------------------------------------------- ভালবাসা অসীম এটা সীমাবদ্ধ নয়। ভালবাসাকে কোন নির্দিষ্ট দিবসের মধ্যে আবদ্ধ করে ফেলা উচিত নয় কারন এতে ‘ভালবাসা’ নামক আবেগটি ছোট হয়ে যায়। রাত ১২ টা থেকে সবাইকে আমরা এসএমএস করে ভালবাসা বিলাতে থাকি। মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে যায় ভালবাসা শেষ হয় না।

হায়রে ভালবাসা!! যদি কেও বিরক্ত হয়ে থাকেন তার জন্য দুঃখিত। এগুলো নিতান্তই আমার অলস মস্তিস্কের ভাবনা। কথায় বলে না, কাজ নাই তাই খই ভাজ। আমিও তাই করেছি। খই ভাজছি।

ভাল থাকবেন সবাই। ভালবাসা ঘিরে থাকুক সবাইকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.