আমাদের কথা খুঁজে নিন

   

কোরিয়ার রেকর্ড চতুর্থ শিরোপা

এশিয়া কাপে এটা দক্ষিণ কোরিয়ার রেকর্ড চতুর্থ শিরোপা। গ্রুপ পর্বে দুই দলের লড়াইয়ে ভারত ২-০ গোলে জিতেছিল। মালয়শিয়ার ইপোহর আজলান শাহ স্টেডিয়ামে ২৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জাং জং হিউন এবং পরের মিনিটে ইয়ো হিউ সিকের ফিল্ড গোল ২-০ ব্যবধানে এগিয়ে দেয় কোরীয়দের। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিট পর্যন্ত এই ব্যবধানেই এগিয়ে ছিল তারা। কিন্তু তারপরই খেলায় চরম নাটকীয়তা, শেষ ২২ মিনিটে পাঁচটি গোলের জন্ম! ৪৮ মিনিটে রুপিন্দার পাল সিংয়ের পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ ও ৫৫ মিনিটে নিকিন থিম্মাইয়ার ফিল্ড গোলে সমতায় ফেরে ভারত।

তবে দুই মিনিট পরই নাম হিউন উ’র সফল পেনাল্টি স্ট্রোক আবার এগিয়ে দেয় কোরিয়াকে। ৬৫ মিনিটে মানদীপ সিংয়ের ফিল্ড গোল আরো একবার সমতা নিয়ে আসে ম্যাচে। কিন্তু শেষ বাঁশির দুই মিনিট আগে পেনাল্টি কর্নার থেকে কাং মুন কোয়েনের গোল আর শোধ করতে পারেনি ভারত। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তান মালয়শিয়াকে ৩-১ গোলে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে দুই গোল করেন আব্দুল হাশিম খান, অন্য গোলটি অধিনায়ক মুহাম্মদ ইমরানের।

স্বাগতিকদের একমাত্র গোলদাতা ফয়জাল সারি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.