আমাদের কথা খুঁজে নিন

   

কোরিয়ার ডায়রি । ( ভুমিকা ) ।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

আজ 27 মার্চ । আমার জীবনের এক স্মরনীয় দিন । আজ থেকে 8 বছর আগের এই দিনটিতে আমি এসেছি এই প্রবাসে । দক্ষিন কোরিয়া । বিশ্বের অষ্টম এবং এশিয়ার দ্্বিতীয় অর্থনৈতিক পরাশক্তি ।

অনেকের মত আমার ও স্বপ্ন ছিল এখানে আসার । আমি এসেছি । আজ 8 বছর পূর্ন হলো । এই আাট বছরের সুখ দুঃখ গুলোকে শেয়ার করতে চাই এই ব্লগ বন্ধুদের সাথে । লেখার হাত কোন কালেই আমার ছিলনা ।

হয়তো সাজিয়ে সুন্দর করে লিখতে পারবনা । কারো ভাল লাগবে আবার কারো লাগবেন এটাই স্বভাবিক । মতামত দিয়ে জানালে ভেবে দেখবো অন্য ভাবে নতুন করে কিভাবে লেখা যায় । মাহবুব সুমন 3 বছরে 3 বার দেশে যাচ্ছেন । আর আমি 8 বছরে ও 1 বার ওনা ।

মাঝে মাঝে খুব খারাপ লাগে ........ । ছবি ঃ দক্ষিন কোরিয়ার জাতীয় পতাকা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.