আমার সব সময় খুব ইচ্ছা ছিলো ডায়েরি লিখা। কিন্তু হয়ে উঠেনি কখনও। তার পিছনে কারন অবশ্য আছে। প্রথম কারন হল আমাঁর হাতের লিখা ভাল না। ।
আর সময় ও পাই না ডায়েরি লেখার। যাই হোক এবার ব্লগ লিখতে বসলাম। প্রথমে ভাবছি কবিতা দিয়ে শুরু করি। ইদানিং প্রায়ই কবিতা লিখা হচ্ছে।
একটু খানি পড়া, তাও যায় না করা
কি যে হলো, মনে পরে সেই কলেজ লাইফ
গাদা গাদা সব নোট, বই আর লেচার শীট,
কোচিং, স্যারের বাসা, আড্ডা আর ক্লাসমেট
নোট খাওয়া, নোট গিলা, পরীক্ষায় ঝেড়ে ফেলা।
আজ পাল্টে গেছে পটভূমি, করতে হয় না মূখস্ত
আর আমি হয়েছি অলস, হয়েছি খর্বহস্ত
ভালো লাগেনা সুন্দর সাজানো পরিপাটি ক্যাম্পাস
পড়তে ভালো লাগে না, পালটে গেছে অভ্যাস,
এই তো, কদিন আগের কথা, কি ছিলাম আমি?
কত সিরিয়াস, টার্ম-টেস্টেও কলমের খোচায়
রক্তাক্ত করে ফেলতাম পরীক্ষার খাতা
কলম হয়ে যেতো উসাইন বোল্ট
পাড়ি দিতো দীর্ঘ পথ, চোখের পলকে।
এর এখন! সেমিস্টার ফাইনাল পরীক্ষা
হি, হি, তাও গায়ে লাগে না।
পরীক্ষার আগের মূহুর্তেও বসে লিখি কবিতা
নয়তো ফেইস-বুকে বসে বসে থাকি
ঘন্টার পর ঘন্টা, ভুলে যাই খাওয়া দাওয়া।
হারিয়েছি আজ আমি লক্ষ্য, আমার গতিপথ
ঠিক যেমন মরা নদী হারায় তার স্রোত।
-------------------------------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।