এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
কয়েকদিন থিকাই দেখতেছি একটা নতুন ক্রিম বাইরাইছে।
ক্রিমের নাম "ফায়ার এন্ড আগলি"-মেনজ্ একটিব। ইডা আরো আগেও আছিল। তয় নতুন ভার্সনের লগে আগেরটার পার্থক্য হইলো আগেরটা আছিল মাইয়াগোর লিগা। আর এইটা পোলাগোর লিগা। পোলাগোর ক্রিম!!!!!! কথাটা কইয়া বন্ধুগোরে নিয়া বহুত হাসাহাসি করছিলাম।
মাগার অহন আমার কপালে এই ক্রিম-ই জুটছে। । ।
আমার খালার একটা আজিব অভ্যাস আছে। সে ব্রণ জিনিসটা দুই চোখে দেখতে পারেনা।
আর এইদিকে আমার মুখে ব্রন উইঠা এমন দশা হইছে যে কি আর কমু। আমার মুখের দিকে তাকাইলে মনে হয় রসবতী গাছে সফেদ সফেদ ফল ঝুলতাছে। এমতাবস্থায় আমার খালাত বাসায় গেলে আমার খালা তার দুই হাতের আঙ্গুলগুলির মিদ্যে দুইন্নার শক্তি আইন্না খোচায়া খোচায়া, টিপ্পা টিপ্পা আমার সেই রসবতী ফলগুলারে পারা শুরু কইরা দেয়। আর আমার হয় ত্রাহি ত্রাহি অবস্থা। এমতাবস্থায় আমার খালাত বোইন বড়জন আমারে বাচাইলো।
সে একটু শ্যামলা ধরণের। ফর্সা হইবার লিগা মুখে সারাদিন "ফায়ার এন্ড আগলি" আর হাবিজাবি কি কি যেন ঘষতে থাকে। উপকারও পাইছে। অনেক ফর্সা হইছে। "ফায়ার এন্ড আগলি" একটা ফ্রি অফার দিছে।
সেইটা হইলো লেডিসগোরগুলা একখান কিনলে পোলাগোর একখান মাগনায় দিয়া দিবো। । ।
তো আমার সেই খালাত বোইন আমার হাতে প্রথম সেই অমূল্য রতন তুইল্যা দিল। "ফায়ার এন্ড আগলি"-মেনজ্ একটিভ।
কইলো দিনে দুইবার কইরা লাগাইতে। লইয়া মুখে ঘষা শুরু করলাম। প্রতিদিন গোসল কইরা একবার ঘষি। কিন্তু আরেকবার ঘষার টাইম আর ঠিক করবার পারলাম না। একবার ঘইষা ভাল উপকারই পাইছি।
মুখের জিওগ্রাফিটা একটু উজ্জ্বল হইতেছে। কিন্তু সব হইতেছে হাফ হাফ। কারণ আমি একবার ইউজ করতেছি। কিন্তু আমি এইর সম্পূর্ণ ফেসিলিটি পাইবার চাই। নতুন একখান প্যাকেট ট্যাকা খরচ কইরা কিনছি।
পুরা ৬০ট্যাকা। ব্যবহারবিধি ভাল কইরা না জানায় ভালভাবে কাম দিতেছে না। এইদিকে মুখ ভর্তি ব্রণ উঠনের লিগা মাইজ্যা ভাই আমারে "বোরহানুদ্দিন" কইয়া ডাকন আরম্ভ করছে.........
অহন হগ্গল ব্লগার সমাজের নিকট সাহায্য প্রার্থনা করতেছি। কেউ একজন এই হতভাগারে "ফায়ার এন্ড আগলি" মাখনের সিস্টেম কইয়া সাহায্য করেন। তাছাড়া মুখের এই রসবতী ফলগুলারে সরানের কোন কার্যকরি সিস্টেম জানা থাকলে কন।
যাতে আর "বোরহানুদ্দিন" হইয়া থাকন না লাগে। । । । ।
। । । । ।
। । ।
আইজকা ব্লগের সব নক্ষত্রগোর জন্মদিন:::::::::::::::
নাফিস ভাই'সহ সকল নক্ষত্ররে জন্মদিনের শুভেচ্ছা। হ্যাপি বাড্ডে।
হ্যাপি ব্লগিং.....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।