আমাদের কথা খুঁজে নিন

   

গাঁজা কি তামাকের চেয়ে ক্ষতিকর?

মহাবিশ্বের সবচেয়ে জটিল যন্ত্রটির মালিক আমরা এখানে সবাই, কিন্তু কয়জন চেষ্টা করি এটার সঠিক ব্যবহার-প্রণালী সংগ্রহ করার এবং তা ব্যবহার করার !
এই ব্যাপারে আমার একটা থিওরি ছিল । কিন্তু যাকেই বলি, সেই মনে করে আমি কৌতুক করছি । বিষয়টি হল, তামাক জাতীয় সকল দ্রব্যকে নিষিদ্ধ ঘোষণা করা এবং এর পরিবর্তে গাঁজা কে আবার নিষিদ্ধ মাদক দ্রব্যের তালিকা থেকে সরিয়ে নেয়া । বাংলাদেশে ,ভারতে গাঁজার চাষ হচ্ছে হাজার বছর আগে থেকেই । এর খারাপ দিক গুলো সম্পর্কে আমরা প্রায় সবাই ভাল ধারনা রাখি ।

অন্যদিকে তামাক কিন্তু বিদেশী ফসল । ইউরোপীয়ান রা তামাক ভারতবর্ষে এনেছে । ওদের একচেটিয়া ব্যবসা টিকিয়ে রাখার জন্য গাঁজা র চাষ কে নিষিদ্ধ করা হয় । http://www.bbc.co.uk/worldservice/sci_tech/features/health/tobaccotrial/india.htm গাঁজা, তামাকের চেয়ে অনেক কম ক্ষতি করে দেহের, এর নেশা সাময়িক । নিকোটিনের মত না ।

Lancet ম্যাগাজিনে ছাপানো হয়েছিলো এই আর্টিকলটা.. Development of a rational scale to assess the harm of drugs of potential misuse marijuana ওরফে আমাদের দেশীয় গাঁজা নেদারল্যান্ডে লিগ্যালাইজ করা হয়েছে অনেক বছর আগে । আমেরিকায় চিকিত্সকরা এটা এখন প্রেসক্রিপশনে লিখে দেয় Alcoholism, Rheumatoid Arthritis, Asthma, Atherosclerosis, Gastrointestinal Disorders ইত্যাদি রোগের চিকিত্সার জন্য । তামাকের কিন্তু ক্ষতি আর নেশা ধরানো ছাড়া আর কোন গুন নায় । http://en.wikipedia.org/wiki/Medical_cannabis কিন্তু কোন এক আশ্চর্য কারণে , মানুষ তামাক কে গাঁজার চেয়ে বেশি ক্ষতিকর মনে করে । নিকোটিনের নেশাটা গাঁজার মত জোরে একটা ধাক্কা দেয় না বলে, মনে হয় এই ভুল চিন্তাধারা টা তৈরি হয়েছে ।

british american tobacco বাংলাদেশ থেকে আজ পর্যন্ত কত কোটি টাকা নিয়ে গেছে তার কোনও হিসাব আছে কি আপনাদের কাছে ? সবাই কে তো দেখি শুধু মোবাইল ফোন কোম্পানীগুলোর পেছনে লাগে, চোখের সামনে যে অন্যরা, আমাদের ডাকাতি করে টাকা নিয়ে যাচ্ছে আর যুব সম্প্রদায় এর স্বাস্থ্য ধ্বংস করছে, সেদিকে কোনও সাংবাদিকের মাথা ব্যাথা দেখি না । খালি আলতু ফালতু বিষয় নিয়ে সবাই ব্যস্ত থাকে । নিচের লেখাটিতে মন্তব্য করতে যেয়ে মনে পরে গেল অনেক পুরনো এই কথা গুলি । Click This Link
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।