অ্যানফিল্ডে লিভারপুলের জয়ের নায়ক স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ।
চতুর্থ মিনিটে অধিনায়ক স্টিভেন জেরার্ডের কর্নার থেকে ডেনমার্কের ডিফেন্ডার ড্যানিয়েল অ্যাগারের হেড এসে পড়ে স্টারিজের কাছে। হেড করেই বল জালে পাঠিয়ে দেন তিনি।
অনুশীলনের সময় কপালে চোট পাওয়ায় খেলতে পারেননি তারকা স্ট্রাইকার ওয়েইন রুনি। রুনিবিহীন ম্যান ইউও তেমন বলার মতো সুযোগ পায়নি।
দ্বিতীয়ার্ধে বেশির ভাগ সময় বলের দখল রাখলেও সমতায় ফিরতে পারেনি ইংলিশ লিগের সফলতম দলটি।
তাই অ্যানফিল্ডে ডেভিড ময়েসের জয় অধরাই রয়ে গেলো। এভারটনের কোচ হিসেবে লিভারপুলের মাঠে ১২ বারের চেষ্টায়ও তিনি জয়ের দেখা পাননি।
রোববার ম্যাচ শুরু হওয়ার আগে স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরী আশা প্রকাশ করেছিলেন, এবার আর অ্যানফিল্ড বিমুখ করবে না তাকে। কিন্তু এবারও হতাশ হতে হলো ময়েসকে।
দেড় বছরেরও বেশি সময় পর ম্যান ইউর বিপক্ষে জয় লিগের শীর্ষে নিয়ে গেছে লিভারপুলকে। তিন ম্যাচের তিনটিতেই জয় পাওয়া ঐতিহ্যবাহী দলটির সংগ্রহ ৯ পয়েন্ট। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে ম্যান ইউ।
ইংলিশ লিগের অন্য ম্যাচে ওয়েস্ট ব্রমউইচকে ২-০ গোলে হারিয়েছে অতিথি সোয়ানসি সিটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।