আমাদের কথা খুঁজে নিন

   

লিভারপুলের কাছে বিধ্বস্ত ম্যান ইউ

গত সেপ্টেম্বরে লিগের শুরুর দিকে লিভারপুলের মাঠে ১-০ গোলে হেরে গিয়েছিল ম্যান ইউ।

এবারের লিগে ঘরের মাঠে পঞ্চম ও সব মিলিয়ে নবম হার সপ্তম স্থানে নামিয়ে দিয়েছে ডেভিড ময়েসের দলকে। ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট তাদের।

সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। ৩০ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি।



ওল্ড ট্র্যাফোর্ডে লিভারপুলের জয়ে প্রধান অবদান দুই গোল করা স্টিভেন জেরার্ডের। লিভারপুল অধিনায়কের দুটো গোলই অবশ্য পেনাল্টি থেকে। অন্য গোলটি উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেসের।

৩৪ মিনিটে জেরার্ডের সফল পেনাল্টি এগিয়ে দেয় অতিথি দলকে। ৪৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটির জন্মও পেনাল্টি থেকে।



৭৭ মিনিটে আরেকটি পেনাল্টি পেয়েছিল লিভারপুল। কিন্তু জেরার্ডের শট সাইড বারে বাধা পাওয়ায় হ্যাটট্রিক হয়নি।

এই ঘটনার পরের মিনিটে ডিফেন্ডার নেমানিয়া ভিদিচ দ্বিতীয় হলুদ কার্ড দেখে ১০ জনের দলে পরিণত করেন স্বাগতিকদের।

৮৩ মিনিটে ড্যানিয়েল স্টারিজের পাস থেকে লিভারপুলের বড় জয় নিশ্চিত করেন সুয়ারেস। ২৪ গোল নিয়ে তিনি এখন লিগের সর্বোচ্চ গোলদাতা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.