আমাদের কথা খুঁজে নিন

   

লিভারপুলের কবি - এক

শ্রেণীসংগ্রাম যেন নিয়মের ভাগ্যবান ঠাপ; আমাদের ঘরে তাই বিশ্বায়ন স্বামীর প্রতাপ

শিরোনাম লিভারপুলের কবি দেয়ার কোন প্রকার দায়/কৃতিত্ব আমার না আর হাইফেন পরবর্তী শব্দের সমার্থক হতে পারে পক্ষপাতদুষ্টতা অথবা সীমাবদ্ধতা অথবা ভবিষ্যতে হয়তোবা আরো অথবা এরকম কিছু, এছাড়া এর আর কোন সংখ্যাগত মানে নেই চুরি হওয়া কমলা ফেরার সময় একটা কমলা চুরি করি আমি সেটা ছিল আমার পকেটে মনে হচ্ছিল একটা উষ্ণ গ্রহ যেখানেই গেছি আমি ছিল কমলার ঘ্রাণ যখনই কোন বিব্রতের মুখোমুখি আমি কমলাটা বের করে গন্ধ শুঁকি মুহুর্তেই দেখি মৃত ডালেও এমন ভয়ানক রূপবতী কমলার কুঁড়ি যার সুগন্ধে আছে আনন্দ বাইরে যাবার পথে একটা কমলা চুরি করি আমি কল্পনার বিপক্ষে যা ছিল নিরাপদ আবরণ পৃথিবীতে উজ্জ্বল অথবা বিশেষ ছিলনা আরকিছু মূল: ব্রায়ান প্যাটেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.