সুরা
দ্বিজেন্দ্রলাল রায়
এ জীবনে ভাই এতটুকু যদি বিমল আমোদ চাও রে
তালে, মাঝে মাঝে – মাঝে, মন রে আমার, ঢুকু ঢুকু ঢুকু খাও রে।
এই, ভব মরুভূমে সূরা জলাশয়, ঝরে সুরা পাকাবাড়ি;
আর, মজারূপ বারাণসীতে যাইতে- সুরাই রেলের গাড়ী রে;
এই, জীবনটা ঘোর মেঘলা এবং গৃহিণীটি ঘোর কালো;
এই, ভবরূপ ঘোর অন্ধকারে এ সুরাই একটু আলো রে।
আহা, হৃদিরূপ এই বাক্স খুলিতে সুরাই একটি চাবি;
আর, বোতল খুলিলে খুলিবে হৃদয়- তা অবশ্যম্ভাবী রে-
কোন থাকিবে না ভেদ পাত্রাপাত্র, হিতাহিত বোধ- সেটা;
আর শিকল ছিড়িয়া বেরিয়া পড়িবে কামক্রোধ দুই বেটা রে।
তখন থাকিবে না কোন চক্ষুলজ্জা, রবে না কোন ওয়াস্তা।
আর, হবে পরিস্কার সুপ্রশস্ত চুলোয় যাবার রাস্তা রে!
এই, শোক পরিতাপ মাঝে যদি চাও সে মহানন্দ কিঞ্চিত।
তবে, মাঝে মাঝে মন করো রসনারে সুরাসূধারসে সিঞ্চিত, বাবা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।