আমাদের কথা খুঁজে নিন

   

পায়ের কোমলে লেগেছে প্রশান্ত কুয়াশার ডানা

শঙ্খপাপ আমার

================================== একটা রাস্তা ভিন্ন পথে চলে যায়, পরিপন্থী দৃশ্যের উৎসুকে; মানুষ দেখে চিনে ফেলি বাহ্যিক : বিভ্রান্তির জ্বর। লালরতি বনে হেসে উঠে ফোকলা ডাহুক ও গতকালের মিয়্রমান আঙুল। বিন্যস্ত বাগিচায় কেবল ছইয়ের জামা আর ভরাট বাদলের পরিচয়চিহ্ন- ওই ব্লেডবাচক সড়ক তাই এখনো পথিক ও সওদাগরদলের পাঞ্জাবীর সাড়া পায়। হাড়ের গতর খুলে গেলে লাফি দেয় মৃত হাঙরের দাঁত- সাদামিঠেসাদা। পায়ের কোমলে লেগেছে প্রশান্ত কুয়াশার ডানা- গদগদমনে তাই বিড়ালের প্রকাশ্য ভুলে গেছি। ==================================

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।