আমাদের কথা খুঁজে নিন

   

বসন্ত উত্‍সবের আগে একটা জাতির সম্ভ্রম চাই|

কয়েকটা বিচ্ছিন্ন অনুভুতিকে সম্বল করেই যখন বাঁচার সংকল্প করেছি, তখন আর হলুদ কালোতে কি বা এসে যায়? সহজ কথায় একটা সাদমাটা জীবনে, সাত রঙ্গের তাত্‍পর্যই বা কতটুকু? আজ বসন্তের জোয়ার এসেছে, তাই রঙ নিয়ে মাতামাতি না করে পারলাম না| কিন্তু এবারের বসন্তটা একটু আলাদা ; ফিকে, আর খসখসে হলুদ রঙ্গে যাত্রা শুরু করে, আবার যেন সেই সাদামাটা সাদাতেই সমাপ্ত হল| বুঝলাম জাতি প্রতিজ্ঞাবদ্ধ| বসন্ত হবে সেইদিন যেদিন মাটিতে কোন আগাছা থাকবেনা, সোনার শষ্যে উর্বর মাটি বলে দেবে "এবার আমি সম্ভ্রম ফিরে পেয়েছি"| সেদিনের হলুদ আলোর স্বাদ হবে আমার বসন্তের কারিগর|

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।