একটু চেষ্টা লেখালেখির বাকরুদ্ধ হওয়ার মতই একটা পোষ্ট : আমার মা আজ ৪২ বছর পর আমার সাথে কথা বলেছে আমি ঠিক জানিনা কে আমার বাবা আমার মা-বাবার বাসর রাত্রির পরের দিন রাজাকার হায়ানারা আমার মুক্তিকামী বাবাকে হত্যা করে বাবাকে গলা জবাই করে হত্যা করেই ক্ষান্ত হয়নি তারা আমার মায়ের উপর চলায় পাশবিক নির্যাতন তখন ডাক্তারী পরীক্ষা করানো সম্ভব ছিলনা তাই আমার জন্মের পর মা জানতনা ঠিক কে আমার বাবা শহীদ মুক্তিযোদ্ধা নাকি দোসর রাজাকারেরা এই দুখ বুকে চাপা নিয়ে আমার মা ৪২ বছর আমার সাথে কথা বলেনি আমার কাছে আমার মা ছিল বোবা আজ আমি আমার মাকে বললাম মা আমি আজ শাহবাগে যাচ্ছি জনতার মহাজাগরণে শরিক হতে মা আজ আমার সাথে এই প্রথম কথা বলে উঠল খোখা আমিও যাব তোর সাথে আজ আমি আমার মাকে সাথে করে এখানে নিয়ে এসেছি আমার মাকে কেউ কখনো বীরাঙ্গনা উপাধি দেয়নি আজ আমি আমার মাকে এই লাখ জনতার সামনে বলছি মাগো তোমার ছেলের বাবা যদি রাজাকার হয়ে থাকে তাহলে তুমিই শুরু কর প্রথম এই জনতার আদালতে আমাকে ফাঁসি দিয়ে রাজাকারের বংশকে নিরুৎপাত করে দিয়ে আর যদি আমার বাবা সেই শহীদ মুক্তিযোদ্ধা তাহলে আজ এই জনতাকে বলছি আমাকেও আপনারা সাথে করে নিন সারে সাত কোটি বাঙালি যেমন নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করার আগে ঘরে ফেরেনি তেমনি আজকের পনের কোটি বাঙালি প্রয়োজনে নয় বছর অপেক্ষা করব তবুও ঘরে ফিরবনা যতক্ষণ না ফাঁসি আদায় হয় জয় বাংলা...... < সংগৃহিত >
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।