আমাদের কথা খুঁজে নিন

   

আমি লজ্জিত, বাকরুদ্ধ!!

পাকি দালাল, ভারতীয় দালাল, রাজাকারমুক্ত ব্লগ।

আর কিছু না হোক প্রাক্তন রুয়েটিয়ান হিসাবে আমার একটা গর্ব ছিলো, রুয়েটের মেয়েরা উৎশৃঙ্খল নয়। আগে নর্থসাউথ, ব্রাক, ঢাবি,খুবি,রাবি নিয়ে স্ক্যান্ডাল শুনতাম, আর মনে মনে গালিও দিতাম তোরা অনেক বেশি আপগ্রেড এমনতো হবেই। কিন্তু কখনও ভাবি নাই ঐ গালিগুলি আমার গায়ে আমাকেই বিদ্ধ করবে। আমি হতাশ, স্তব্ধ, সইতেও পারছি না, কইতেও পারছি না। আমার বিশ্বাসের বাঁধ এভাবে যে মেরুর বরফের মত গলে যাবে ভাবি নাই। সত্যই আমি লজ্জিত একজন প্রাক্তন ছাত্র হিসাবে। যে ক্যাম্পাসকে এত সুন্দর আর নির্মল ভাবতাম সেখানেও শুরু হলো পরিশেষে ঐসকল মেয়েদের প্রতি অনুরোধ আপনাদের সন্মান নিজের কাছে, নিজেই যদি বিকিয়ে দেন, কেউ রক্ষা করবে না। নারী সৌম্যের প্রতীক, লজ্জাশীলতার প্রতীক, দয়া করে মুষ্টিমেয় মেয়েরা আপামর নারীদেক কলঙ্কিত করবেন না!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।