এটা কোনো পুরাণ কথা নয় নয় কোনো অনন্য সাধারণ কথকতা। নিতান্তই কিছু আটপৌরে ভাবনা ফ্রেমে আটা ছবিতে যেমন দেখেছি তা তুলে ধরবার একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। কাজেই সমস্ত ব্যর্থতার অগ্রিম দায়ভার পূর্বাহ্নেই আমার উপর চাপিয়ে দিয়ে চলুন পাশের ছবিগুলোর দিকে তাকাই এবং নিজেকে প্রশ্ন করি।* একজন অতি সাধারন মাতা হৃদয়ে বুলেটের ক্ষত মেখে সন্তানের কোলে মাথা রেখে গালে আলতো হাত বুলিয়ে কষ্টগুলোকে দূরে সরিয়ে যখন নিঃশব্দ চলে গেলেন, তখন প্রচণ্ড শোকে এবং ঘৃণায় আমরা “কেন বাকরুদ্ধ হই না?” * তবে শর্ত থাকে যে, আপনাকে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতে হবে। পটভূমিঃ ছবিগুলোই পটভূমি। ১। প্রতিদিন একটি কবিতা ১: ‘পরবাসে বিষণ্ন কিশোরীর স্মৃতি’ – ১: Click This Link ২। প্রতিদিন একটি কবিতা ২: আজ আমি পতাকা উড়াবঃ Click This Link ৩। প্রতিদিন একটি কবিতা ৩: আমিই সেই কবিঃ Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।