পাখি এক্সপ্রেস
: দেখো দেখো- বিকেলের পর সন্ধ্যা নামে, তারপর সমুদ্র! নাহ তুমি অতো গভীর ভাবে ভাবছো না। আরেকটু গভীরে যাও, রোদের সংগীত শুনতে পাবে। আমি জানি এখনো তুমি প্রবালের কান্না স্পর্শ করোনি।
: কতোদিন আর চৌরাস্তাগামী অন্ধকার বাসে কুড়মুড় করে আকাশ ভাঙবে? স্থির দাড়িয়ে রোদের স্তনে ঠোঁট রাখি, তুমি সমুদ্দুর! এ বেলায় আমি সমুদ্রের ওপারে তাকাবো না। সময় করে একবার রাতদুপুর...
: তোমার স্ত্রী যদি আরো আরো ভালোবাসে! ওবাসের যাত্রী হইও না।
নেমে পড়ো গাঢ় কোন অন্ধকারে। ভোর হলেই আলো, সন্ধ্যা হলেই জ্যোৎস্না। তোমাকে বেচে নেবো সংশয়ের হাটে।
: বিসর্জিত হই প্রেমে এবং অভিশাপে। চলো জ্যোৎস্নার ঘনত্বে, যেখানে আকাশের আত্মসমর্পন।
তোমার বুকে।
: শুনো... এ স্ত্রীবুকে বরফ নামে। তুমি বর্ষা এনে দাও। এ বেলায় প্রেম না হলে তিন তেপান্তর ওপার। আমি সইবো কেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।