আমার কল্পনার রঙে সাজানো ভালবাসার ছড়া-ছড়ি
এক কাজ করলে কেমন হয়
সূক্ষ অনূভূতিগুলিকে যদি মেরে ফেলা যায়,
বিবেক চলে যাক না এ ধরণী ছাড়ি
তবেতো অনেক কিছু থেকে মুক্তি পেতে পারি।
নির্বোধ প্রাণহীন গাছেদের মত
ডালে বসে ঠুকরিয়ে ক্ষত করবে পাখিরা যত,
ব্যবচ্ছেদ করবে, কেটে ফেলবে, সমূলে করবে উৎখাত
তারপরও ঠাঁয় দাঁড়িয়ে থাকবো হোকনা যতই উৎপাত,
শুধুই ব্যাস্ত থাকবো নিয়ে আপন ভূবন
বংশ বৃদ্ধি চলবে, আটপৌরে জীবন।
ভাল মন্দ বিচারের শক্তি থাকবেনা
কোন কিছু দেখে শরীর, মন কুঁচকে যাবেনা
নিপীড়ন আর ভালবাসা একই মনে হবে
দিন কোন এক ভাবে কেটেই না হয় যাবে,
ভেঙ্গে গুড়িয়ে দিতে ইচ্ছে হবে না কলঙ্কিত কাল হাত
শুধুই নিরব, নিশ্চুপ কাটিয়ে দেব দিন আর রাত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।