আমাদের কথা খুঁজে নিন

   

অভিমানী আকাশ...( A Rainy Collection )

জীবন বদলায়, রূপকথা বদলায় না...... এসো ঝরো ঝরো বৃষ্টিতে জলভরা দৃষ্টিতে... এসো কোমল-শ্যামল ছায় চলে এসো তুমি চলে এসো এক বরষায়... আমার আকাশটার আজ ভীষন মন খারাপ। আষাঢ়ের কালো মেঘের মতো বুকভরা অভিমান নিয়ে ঘরের কোনে চুপটি করে বসে আছে সে। অভিমানী মেয়ের মতো মুখটা কালো করে বসে আছে। কখনো টিপটিপ করে আবার কখনো অঝোরে কেঁদে চলেছে। তার মনটা ভালো করার কত যে চেষ্টা করলাম। আমার ভালোলাগা অনেকগুলো বৃষ্টির গান শোনালাম। এক বরষায় - শাওন Tear becomes the rain - ফুয়াদ মেঘলা মেয়ে - পাভেল মেঘ রং মেয়ে - মাহাদী বৃষ্টি তোমাকে দিলাম - শ্রীকান্ত Epitaph - অর্থহীন আজ এই আকাশ - আদিত চলো ভিজি আজ বৃষ্টিতে - হাবিব এসো বৃষ্টি নামাই - হাবিব রিমঝিম - বালাম অঝোর বৃষ্টি - বালাম বর্ষা - কনা মন খারাপ মেয়ে - বাপ্পা মজুমদার কাঁদছে আকাশ - বাপ্পা মজুমদার বৃষ্টি পায়ে পায়ে - শুভমিতা এমনো দিনে তারে মন মোর মেঘেরও সঙ্গী এসো নিপবনে পাগলা হাওয়ার বাদল দিনে আজি ঝরো ঝরো এই মেঘলা দিনে একলা আকাশ এতো মেঘলা তবু তার মন ভালো হল না। শোনালাম জয়িতার জীবনের ডায়েরী থেকে নেয়া ছোট্ট একটি গল্প... একটি অপূর্ণ ইচ্ছে আর বৃষ্টির কান্না কিন্তু আমার আকাশটার এখনো মন খারাপ। কিছুতেই যেন সে মন ভালো হতে দেবেনা আজ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।