আমাদের কথা খুঁজে নিন

   

আপনে টিপাই গেলেন, না টিপাইলেন কিছুইত বুজলাম নাঃ আপনার জিপিএস ট্রাভল হিস্ট্রীটা দেখান। টে ক ন ল জি ডা ইট্টু শিহেন।

Digital Bangladesh Warriors - fb.com/openbd

জনাব মহোদয় রাজ্জাক ! হেলিকপ্টার আপনারে নিয়া কোথায়, কিসের উপর দিয়া ঘুরছে ? এই দিকে কি খালি পাহাড় ছিল না খালি জঙ্গল ছিল ?আপনারে ত জৈন্তা আর জকিগনঞ্জ দেহাইয়া ছাইড়া দেয় নাই ? না বিষয় টা প্রক্টিকেল কিনা, তাই। আপনের GPS কই ? সাথে কি খালি সুটকেস আর আন্ডাপেনই নিছলেন ? কই দেহি আপনের GPS টার টাবল হিষ্ট্রি ডা দেহান ? খালি লাপ মারেন ! আমি যামু ! আমি যামু ! বয়স অইছে এহন একটু আরাম করেন। আপনে টিপাই গেলেন, না টিপাইলেন, কিছুই বুজলাম না। গেলেন বিমানে চইরা আর কইনা কই গুইরা আইয়া কন কিছুই দেহেন নাই । কি দেহেন নাই ? দেহান ? টিপাই মুক যাবেন ত জকিগনঞ্জ যান, বরাকে নৌকায় উডেন, আথবা নদীর পার দইরা আডেন।

বিশী দূরে না । আমাদের লোকজন প্রতিদিন এর চেয়ে বেশী হাটে। দৌড়দিয়া যে গেলেন, সরেজমিন কারে কয় জানেন ? সরেজমিন হইল !জমিনে যাবেন । আসেপাশের পাইক পেয়দা সরাইয়া দিবেন । তারপর অন্তত দশজন লোক খুইজা বার কইরা, আলাদা আলাদা জিগাইবেন, "বাই ? এইডা কুন জাগা ? ঐ জাগার নাম কি ? এই হান কি অয় ? কেডা কেডা আয় ? কবে কবে আয় ইত্যাদি।

কই গেলেন ? কি দেকলেন আর কি কন ? কিছুই বুজাইতে পারলেন না । অইহান কিছু থাহুক, আর নাথাহুক, আপনের এইডা কিছুই অয় নাই । আর যদি দেহি কোন দিন লাপ দিছেন নীচে কব্বরের ডালা খুইল্লা দিমুকইল, এক্কের !!! বয়স হইছে এখন বাড়ি যান, নাতি নাতনি লইয়া বাকি দিন গুলা একটু সুখে শান্তিতে কাডান । সারা জীবন কত কষ্ট করলেন। জাতি তার বয়স্কদের শ্রদ্ধা করতে চায়, আপনাদের মত বয়বৃদ্ধদের আর কষ্ট দিতে চায়না ।

এক পাউ কবরে দিয়া রাখছেন শেষ কয়টা দিন জাতি আপনাদের এট্টু বিশ্রাম দিত চায় । পবিবার পরিজন লইয়া নিয়া ভোগ বিলাসে শেষ দিন গুলা কাডান। ইন্নালিল্লাহি.........রাজিউন সাধারণ প্রতিক্রিয়া ঃ দাদাজান আসলে নিজের লবিং লইয়া ব্যস্তছিল। তয় বাইজানযে বাঁজের চোক লইয়া এই জগৎএ আইছে তা জানতাম না। এরকম একটা ফরমাল ভিজিটে সেযে টিপাই দেখছে তার প্রমান কই ? ওখানে কিছু আছে কি নাই তার বিচার পরে হবে।

আগে এটা ঠিক হতে হবে এমন অপদার্থ জোকার যেন এ জাতি আর কখনও দেশের বাইরে না পাঠায়। এই দুনিয়ায় বাংলাদের মানুষ এই হাতে গোনা কয়েকটা অপদার্থের মত না। আমাদের দেশের স্কুলের ছেলেরাই তাদের হাতের মোবাইলেই এর চয়ে ভালো ভিজিট করতে পারে। আর একটা দেহেননা পাইজামা খুইল্লা খারা অইয়া কইতাছে, মানি না মানিন না। আরে বেকুব কি মানছনা ইঐডা ক ? তর ছিয়ার মেং তর ডুরি বাইন্দা দিতাছে।

তুই খালি ক কিবায় কি মানছ না ? খালি বুজা, নাইলে কিন্তু এইযে পায়জামা ই পাগলারে দিয়া দিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.