আমাদের কথা খুঁজে নিন

   

জব্বার কাকা আপনে চরম ভন্ড

তুষার

জব্বার কাকার কথা শোনেন – আসেন উনারে বয়কট করি মেজাজ চরম খারাপ জব্বার কাকার কথা শুনে। উনাকে একটা মেইল দিছিলাম দুই দিন আগে জানতে চেয়ে যে উনি নিজে কি সব লাইসেন্স করা সফট ব্যবহার করেন কিনা? যদি করে থাকেন তো খুব ভাল কথা কিন্তু যদি না করে থাকেন তবে তিনি কি ভাবে আর একজনকে সেই একই কথা বলেন? তিনি কি উত্তর দিলেন তা নিচে তুলে দিলাম – The only reason why AVRO is pirated is that AVRO has included Bijoy Bangla Keyboard layout. If Avro does not include Bijoy Keyboard Layout there will not be any issue of piracy.I use Windows-original and OpenOffice in my office." তার ভাষ্য মতে তিনি মাত্র উইন্ডোজটা লাইসেন্স কপি ব্যবহার করেন আর মুক্তসফট ওপেন অফিস ব্যবহার করেন যার কোন লাইসেন্স লাগে না। তাহলে প্রশ্ন হল তিনি যে বিভিন্ন কোর্স করাচ্ছেন গ্রাফিক্স ভিডিও এডিটিং বিষয়ে সে সব সফটগুলোর (মাইক্রোসফট ওয়ার্ড; অ্যাডোব ফটোসপ; অ্যাডোব ইলাষ্ট্রেটর; আফটার ইফেক্টস; কোয়ার্ক এক্সপ্রেস; সাউন্ড ফোর্জ; ম্যাক্রোমিডিয়া ডিরেক্ট এম এক্স; ফ্লাস এম এক্স; প্রিম্রিয়ার প্রো/সিএস) কি উনি টাকা দিয়ে কিনেছেন না তিনিও পাইরেটেড জিনিস ব্যবহার করছেন। তার উত্তর বিশ্লেষন করলে আমরা বুঝতে পারি উনিও পাইরেটেড সফট ব্যবহার করছেন। তাহলে তা কি কোন নৈতিক অধিকার আছে অভ্র বিষয়ে প্রশ্ন করার? জব্বার কাকু লাস্ট যে মেইল করছে সেইটা দেখলে সবার মেজাজ চরমে উঠবো।

দেখেন আমার মেইলের উত্তরে উনার জবাব- আমার মেইলে নিচে- “মি: জাব্বার, আপনাকে ধন্যবাদ উত্তর দেয়ার জন্য। বিজয় কি বোর্ড লেআউট আর অভ্রর ইউনিবিজয় কিন্তু এক না। ব্যবহারবিধির পার্থক্য আছে বহু। আপনার কিবোর্ড লেআউটের সাথে মিল আছে বটে তবে তা কিন্তু কোন মতেই বিজয় কিবোর্ডের হুবহু না। সেক্ষেত্রে তো আপনার যুক্তি ধোপে টিকে না।

যাই হোক,আপনার অবদান বাংলালেখার ক্ষেত্রে অনেক কিন্তু অন্যর অবদান কে ছোট করারও কোন কারণ দেখি না। আর পাইরেটেড বলা ঠিক হবে না বরং আপনি কপিরাইটের কথা বলতে পারতেন। তা হলেও অভিযোগটার কিছুটা যুক্তি থাকতো। আপনার মত একজন মানুষের কাছ থেকে আমরা আর বেশী কিছু,আরো উদারতা আশা করি। ছোটবেলায় আপনার অনুষ্ঠান বহু দেখেছি,তখন আপনার সমন্ধে উচু ধারণা রাখতাম কিন্তু এখন আপনার আচরন দেখে সেই ধারণা ভেংগে যাচ্ছে।

যাই হোক ভাল থাকুন। বাংলায় উত্তর দিলে খুব খুশি হতাম। বাংলা কম্পিউটিংএর জনকের কাছ থেকে বাংলায় উত্তর না পেলে মনে ভিন্ন ধারণা জন্ম নিতে পারে। “ জব্বার কাগুর উত্তর নিচে- “Many thanks for your mail again. I do not write Bangla in the net as that displays Vrinda. I hate this font. However You are knowledgeable enough to understand English and you have proved that. Whether you respect me or not is your matter. I did not tell you to watch my TV program and perhaps never met you. If you do not respect me-that is also your matter. I have told you that I have only one comp-lain against AVRO is that they have included my Bijoy Keyboard layout. As they provided Bijoy Keyboard layout in their software that is being used by commercial users for their work. I am definitely a businessman and off course an old man-May be you have someone of my age around you and you should understand that at this stage of anyone's life who wants to be controversial. But for me, it is my right-my right for my IP and I must achieve that. I have spent 23 years in this field and I can not loose my battle. I can assure you someday today's hero will be ident9ified as the violator of Copyright. i hope that day you will again send me a mail that I was right. Lets wait for the future. Thanks”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.