আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছে: ফেদেরিকো গার্সিয়া লোরকা

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ
ইচ্ছে: শুধু তোমার উষ্ণ হৃদয় আর কিছু না। আমার স্বর্গ, একটি মাঠ নাইটেঙ্গেল না, গান না, একটি নদী, পৃথক; আর একটা ছোট্ট ঝরনা ডালে বাতাসের তাড়না না, নক্ষত্রশূন্য যে পাতা হতে চায়। প্রচন্ড আলো যা অন্যদের জ্যোতি ভাঙ্গা দৃষ্টির মাঠে। একটি স্থির শান্ত যেখানে আমাদের চুম্বনগুলো প্রতিধ্বনির ধ্বনিময় বৃত্ত যা খুলে দেবে দূর। আর, তোমার উষ্ণ হৃদয় আর কিছু না। Wish Just your hot heart, nothing more. My Paradise, a field, no nightingales, no strings, a river, discrete, and a little fountain. Without the spurs, of the wind, in the branches, without the star, that wants to be leaf. An enormous light that will be the glow of the Other, in a field of broken gazes. A still calm where our kisses, sonorous circles of echoes, will open, far-off. And your hot heart, nothing more. লোরকা, তোমার মৃত্যুতে আজও আমি কাঁদি ...পৃথিবীর শ্রেষ্ঠতম হৃদয়ের একটি তোমার হৃদয় ...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.