গত বছর সেপ্টেম্বরে কবি রহমান হেনরীর কাছে এই ব্লগের নাম প্রথম শুনি। তার সহায়তায়ই রেজিস্ট্রেশন করে ব্লগিং শুরু করি। আমি দু'একবার আমার ব্লগ ও সচলায়তনে ঢু মেরেছি। রেজিস্ট্রেশনও করেছি। কিন্তু লিখিনি সামু ছাড়া অন্য কোনও ব্লগে।
সেসব রেজিস্ট্রশন আদৌ আছে কিনা তাও জানি না।
সামুতে আমি নিরাপদ ব্লগার !
এর আগ পর্যন্ত পোস্ট করেছি ১৯৯টি। মন্তব্য করেছি ১০৭৪টি। মন্তব্য পেয়েছি ১১৭৪টি। ব্লগ লিখেছি ১১মাস ৩দিন।
ব্লগটি দেখা হয়েছে ২০৬৫৫ বার।
১৯৯টি পোস্টের মধ্যে রুবাই ৩৩টি, চার লাইনের কবিতা (হৃদয়পুরে দেশান্তরী) ৫১টি, শের ১১টি(প্রতিটাতে ২টি করে ২২টি শের),সনেট ১০টি, এছাড়া কবিতা ২৮টি, ছড়া ৩৪টি, মিনিপ্যাক গল্প ৩টি, ক্রিকেট নিয়ে ১৩টি এবং অন্যান্য বিষয় নিয়ে ১৬টি পোস্ট দিয়েছি।
আমার পোস্টের মূল বিষয় সাহিত্য। সবাই মিলে ২০ হাজারের বেশিবার আমার ব্লগে বেড়াতে এসেছেন বলে সামুর সকল ব্লগার এবং সামু কর্তৃপক্ষকে বিশেষত: আরিলকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
সবার কাছে বিনীতভাবে দোয়া কামনা করছি।
আপনাদের সবার জন্য শুভ কামনা রইলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।