সঙ্গে সাহিত্যের সুবাস ...
"পোস্ট করেছেন: ১৯৯টি
মন্তব্য করেছেন: ২৯৬৫টি
মন্তব্য পেয়েছেন: ৪৮১০টি
ব্লগ লিখেছেন: ১ বছর ৭ মাস
ব্লগটি মোট ১২০৬৫৯ বার দেখা হয়েছে"
এটা খানিকটা কাকতলীয় যে দুই বছর পর দেশে ফেরার সময়ই আমার ২০০তম পোস্ট পূর্ণ হলো। এর আগে ব্লগরীতিমাফিক ৫০ তম বা ১০০তম পোস্ট উপলক্ষে কিছু লিখিনি। আজ লেখার প্রয়োজন বোধ করছি।
সামহোয়ারের নাম আমি আগে শুনলেও, দেশে থাকতে কখনো ইচ্ছে করেনি যে রেজিস্ট্রার করি। কারণ দেশে থাকতে পেশাগত, পারিবারিক, সামাজিক নানা সংশ্লিষ্টতায় ব্লগিং করার মতো সময় বের করাই কঠিন ছিল।
বা ব্লগিং বিষয়টা এখনকার মতো সর্বজনশ্রুত ছিলও না, ফলে এতটা আকর্ষণীয়ও হয়তো ছিলনা। অথচ বিদেশে এসে আমার কখনোই মনে হয়নি, বা মনে করতে চাইনি যে প্রবাসজীবন যাপন করছি। বলা যায় মানসিকভাবে আমি দেশেই বিরাজ করেছি। কিন্তু ভৌগোলিক বাধা এড়িয়ে ভিন্ন সংস্কৃতিতে বাস করে, সার্বক্ষণিকভাবে দেশে থেকে যাওয়া খুব সহজ বিষয় না। এজন্য দরকার যুক্ত থাকার জন্য একটা চ্যানেল।
সামহোয়ার হয়ে দাঁড়ালো আমার জন্য সেই চ্যানেল।
আরেকটা বিষয়, আমি মুদ্রণমাধ্যমে লিখতে লিখতে খানিক পরিচিতি হচ্ছিলো, কিন্তু অনুভব করতাম, লেখালেখির একটা অনলাইন ভার্সন থাকা দরকার। অন্যদিকে লেখালেখির ক্ষেত্রে আমি বরাবরই স্পেসিফিক। সুনির্দিষ্ট কিছু এলাকা ছাড়া সব বিষয়ে আমি লিখিনা, অন্তঃত মুদ্রণ মাধ্যমে। তাই পত্রিকা অফিস থেকে অনেক অনুরোধ থাকার পরও কলাম লেখক বনে যাওয়া হয়নি, দেশের সব বিষয়ে এক্সপার্ট হবার ভান করিনি।
তবে এটা তো ঠিক দেশের বা বিশ্বের অনেক বিষয় বা ইস্যু আমাকে ভাবিত করে। সেগুলো শেয়ারও করতে ইচ্ছে করে অন্যের সঙ্গে। তাই সামহোয়ারে গল্প লেখা কিংবা, মিডিয়া ও সংষ্কৃতি অধ্যয়নের বাইরে টুকটাক অন্যান্য বিষয়েও ইনফর্মাল ভঙ্গীতে আলাপ বা লেখালেখির সুযোগটা গ্রহণ করলাম। আর ব্লগ কমিউনিটির সবচেয়ে যে জিনিসটা আমাকে আকর্ষণ করে তাহলো মতপ্রকাশের সর্বোচ্চ স্বাধীনতা এবং এর মিথস্ক্রিয়ামূলক আলাপের সুযোগ। সত্যি বলতে কি, মুদ্রণ মাধ্যমে লেখার হার কমে গেছে, ব্লগিং করতে এসে।
এরপরও বলবো আমি জগতের সব বিষয়ে পোস্ট দিইনি -- যোগাযোগ ও সংস্কৃতির অধ্যয়নেই নিজেকে নিয়োজিত রেখেছি। কারণ আমি মনে করি একজন মানুষের পক্ষে সব বিষয়ে এক্সপার্ট হওয়া সম্ভব নয়, কিছু বিষয়ে হয়তো সম্ভব। আর ব্লগিংকে যেহেতু আমি অ্যাক্টিভিজমের একটা উপায় হিসেবে বিবেচনা করি তাই কিছু কিছু রাজিনৈতিক ও সামাজিক বিষয়েও লিখেছি।
সবমিলিয়ে এই দেড় বছরের ব্লগিংয়ের অভিজ্ঞতা এককথায় অসাধারণ। সহব্লগারদের সঙ্গে নিজস্ব মতবিনিময়ের মজাই আলাদা।
তর্ক-বিতর্কের মাধ্যমে একটা ইস্যুতে মতৈক্যে পৌঁছা বা না-পৌঁছার প্রক্রিয়াটি অনন্য। সহব্লগারদের সঙ্গে গড়ে ওঠা ভার্চুয়াল সম্পর্কটিও খুব মূল্যবান।
প্রতিদিন ব্লগ পড়ার বা মাঝে মাঝে পোস্ট দেয়ার এই অভ্যাসটি বা নেশাটি এখনই দূর হচ্ছেনা। তবে অনুমান করি দেশে ফিরে গেলে, ব্লগের জন্য সময় অনেক কমে যাবে। প্রথম পেজে চোখ বুলানো, শিরোনাম দেখে কোনো কোনো পোস্টে ঢুকে পড়া, মন্তব্য করা এবং মাঝে মাঝে পোস্ট দেয়ার হারও আগের মতো থাকবে না।
তারপরও আশা রাখি ফিরে ফিরে আসবো। সহব্লগারদের সঙ্গে মিথস্ক্রিয়ায় মেতে উঠবো।
শুভ ব্লগিং।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।