আমাদের কথা খুঁজে নিন

   

মালয়েশিয়া থেকে ফিরেছে আরো পঞ্চাশ হতভাগা। প্রতারকদের কিছুই কি হবেনা?



গতকাল শনিবার রাতে মালয়েশিয়া থেকে আরো ৫০ জন শ্রমিক বাংলাদেশে ফেরৎ এসেছে। মালয়েশিয়ার জেলখানা থেকে মালয়েশিয়া এয়ার ওয়েজের একটি বিমানে করে তাদের সরাসরি দেশে পাঠিয়ে দেওয়া হয়। শ্রমিকরা জানিয়েছেন-তারা মালয়েশিয়া যাওয়ার কয়েকদিন পর থেকেই তাদের জেলে আটকে রাখা হয়। জেলখানায় আটকের পর তাদের ওপর অমানুষিক নির্যাতনও করা হয়েছে। মালয়েশিয়ান জেল কর্তৃপক্ষের নির্যাতনে কয়েক জন বাংলাদেশীর মৃত্যু হলেও তাদের দেশে পাঠানো হয়নি অভিযোগ করেছেন ভাগ্য বিড়ম্বিত মালয়েশিয়া থেকে ফিরে আসা বাংলাদেশীরা। তারা আরো অভিযোগ করেন-মালয়েশিয়ায় বাংলাদেশী হাই কমিশনের কোন কর্মকর্তা তাদের কোন খোঁজ ও নেয়নি। মালয়েশিয়ার এসব কারাগারে আরো কয়েক শত বাংলাদেশী আটক রয়েছে বলে জানালেন ফিরে আসা এসব শ্রমিকরা। অসাধু আদম ব্যাপারিদের প্রতারণার শিকার এসব বাংলাদেশি একেবারে নি:স্ব হয়েই দেশে ফিরেছেন। তারা সবাই তাদের এই অবস্থার জন্য দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।