আমাদের কথা খুঁজে নিন

   

ধাঁধা



নীচের ধাঁধাটি সৈয়দ মুজতবা আলীর ১টি বই থেকে নেয়া। যারা ধাঁধা ভালবাসেন তাদের জন্য। যাদের উত্তর জানা আছে তাদের কাছে ক্ষমাপ্রার্থী। যাদের জানা নেই তাদের মগজ খাটানোর যথেষ্ট সুযোগ আছে: এক ব্যাক্তি ঝড়ের মাঝ দিয়ে নদীতে নৌকা করে যাচ্ছে। বাতাসের শোঁ শোঁ শব্দ।

সন্ধ্যা হয়ে যাওয়ায় রং ভালো বোঝা যাচ্ছেনা। নদীর তীরে তিনজন লোক দাড়ানো। কারো গায়ে কালো জামা কারো গায়ে সাদা। ঐ ব্যাক্তি প্রথম জনকে জিজ্ঞাসা করলেন, “তোমার জামার রং কি?” জবাবে কি বলা হলো তা বাতাসের শব্দে শোনাই গেলনা। দ্বিতীয় জন জবাব দিলো, “ ও বলেছে ও কালো, ও সত্যিই তাই এবং আমিও তাই।

“ এরপর তৃতীয় জন বললো, “ওরা দুজনই সাদা, আমি কালো”। এখানে কালোরা সবসময় সত্যি কথা বলে আর সাদারা মিথ্যা কথা বলে। এথেকে বলুনতো কার জামার রং কি?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।