আমাদের কথা খুঁজে নিন

   

বিদায় প্রিয় ফার্মগেট আমার.....

সব লেখার স্বত্ব লেখকের সংরক্ষিত

প্রায় ১০ বছরের সম্পর্ক শেষ করে সেদিন ফার্মগেট ছাড়লাম। বহু স্মৃতি জড়ানো ফার্মগেট। আমার জীবনের গুরুত্বপুর্ন সব আনন্দ বেদনার নীরব সাক্ষী। আগে ফার্মগেটে পৌঁছাতেই কেমন একটা নিশ্চিত বোধ করতাম,প্রাশান্তি আসত মনে। ছুটির দিনের গভীর রাতে কত চা খেতে বাসা থেকে ফার্মগেটে চলে এসেছি বন্ধুরা মিলে।

হাটতে হাটতে সেজান পয়েন্টের সামনে থেকে চাচার পরাটা ডিম খেয়ে হৈ চৈ করতে করতে বাসায় ফিরেছি। সব এখন স্মৃতি। মোবাইল চুরি হওয়া আবার সেটা উদ্ধার করা, সন্ধা হলে আই। বি.এ হোস্টেলের সামনে চা পুরির আড্ডা, সব শেষ। বন্ধুরাও কে কোথায় ছিটকে গেল।

ছিন্ন হলো দশ বছরের বন্ধন। বিদায় প্রিয় বন্ধুরা বিদায় ফার্মগেট। তোমাকে কখনও ভোলা যাবে না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।