ADD LIFE TO DAYS NOT DAYS TO LIFE আজকে আমার জন্মদিন । ব্লগের দুনিয়াতে আমার বয়স ৫ মাসের বেশি না হলেও বাস্তব দুনিয়াতে আমার বয়স আজকে ২৪ হয়ে গেল।তাই জন্মদিনে আজকে আপনাদের সামনে আমার কিছু নাম তুলে ধরলাম।দেখেন যায়গা ভেদে পেন্সিল চোরের নাম। সার্টিফিকেট নাম : ইয়াসিনুর রহমান রবিন ফেবু নাম : ইয়াসির রবিন(Yasir Robin) সামু তে নাম : পেন্সিল চোর এছাড়াও খুব কাছের মানুষদের দেওয়া কিছু নাম আছে... আব্বুর : বাবা, রবিন, টিংটং ,ইঞ্জিনিয়ার সাব আম্মুর : উনি এখনো ভালো কোনো নাম দিতে পারেননি আপাতত অসভ্য, বেয়াদব এগুলো দিয়েই চালিয়ে নিচ্ছেন ..... বড় কাজিনেরা : রবি ভাইয়া ভাই বন্ধুরা : পাগলা, ঘাড় ত্যাড়া, চাইনিজ, ক্যাচাল বাজ এক্স - গার্লফ্রেন্ড : ওর বিয়ের আগে জান, সুইটহার্ট আর বিয়ের পরে রবিন ভাইয়া ..... বর্তমান গার্লফ্রেন্ড - শয়তান,বান্দর জন্মদিনে পেন্সিল চোর সবার সাথে এক কণ্ঠে বলতে চায় কাদের মোল্লার ফাঁসি চাই, জয় বাংলা জয় বাংলা জয় বাংলা সবাই ভালো থাকবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।