আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীন ফোন বিটিসিএল পি২ এবং নতুন ধান্দা।

Digital Bangladesh Warriors - fb.com/openbd

গ্রামীণফোন তার প্রিপেইড গ্রাহকদের জন্যে আনলিমিটেড ইন্টারনেটের অফার বন্ধ করে দিচ্ছে। যারা এখন পি২ ব্যবহার করেন তারা যদি তাদের অফার রিনিউ করেন (সময়মত বিল দিয়ে দেন) তাহলে তাদের অফার চলতে থাকবে। কিন্তু কোন মাসের বিল বাদ গেলেই শেষ। বিষয়টা একটু কিলিয়ার করেন তো ! গ্রামীন ফোন মাসে কতো ব্যন্ডউইথ কেনে আর কত জন আন লিমিটেড ইউজারকে তা প্রদান করে তার হিসাব গ্রামীন এবং বিটিসিএল দুই জনই যানে। আর তত জন ইউজার কত ব্যন্ডউইথ ব্যবহার করে তাউ বিটিসিএল এবং তার বাপ গ্রামীন হিসাব করে।

মাঝ খানে লিমিট, এবং বিশাল গ্যাপ বাপে ছেলেয় ভাগাভাগি করে। এখন অব্শ্যই ছেলে বাপের জন্য নতুন কোন হিসাব বের করেছে যেখানে আর কয়েক হাজার টাকা করে ভাগে বশী দিলেই ওর বাপ কয়েক কোটি টাকা ফাউ লাভ করতে পারবে। বিটিসিএল বিটিটিবি এরা হলো বাস্টার্ড সংস্থা । কারা এটা চালায় ? ইনজিনিয়ার্স ? ঢাকায় রাস্তার দুই পাশে খাম্বার সাথে তারের বান্ডেল গুলি একবার দেখবেন। বাপের রাস্তা কিলিয়ার করতে পুলার কি বিশাল অবদান।

যেখান টেলিটক দিয়ে আমাদের অলমোস্ট মাগনা ইডিজিই দিতে পারতো সেখানে মাত্র কয়েক লাক্ষ টাকা ফ্যম্যলি চালানোর জন্য নিয়ে দেশের হাজার কোটি টাকা বাপের হাতে তুলে দিচ্ছে। আরে বোদাই তোরে মাত্র অল্প কয় টাকা দিয়ে হাজার গুন নিয়ে যাচ্ছে। তোর রেট বার ! নিজেউ ঠগছিস দেশের চব্বিশা বাজাইয়া দিছস ভিডিও দেখুনঃ http://www.youtube.com/watch?v=Di_iEx8N3CU

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.