আমাদের কথা খুঁজে নিন

   

কুড়িগ্রামে বিডিআর স্বজনদের মানববন্ধন



কুড়িগ্রামে বিডিআর স্বজনদের মানববন্ধন `আমার বাবা ছাড়া আমার নিশ্চয়তা কে দেবে?' এমন প্রশ্নবদ্ধ পোস্টার সেটে শিশু লামিয়া যখন প্রখর রৌদ্রে রাস্তায় দাঁড়ায় তখন অনেক পথচারী আবেগ আপ্লুত হয়ে পড়ে। পিলখানা বিডিআর বিদ্রোহ ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারকৃত কুড়িগ্রাম ২৭ রাইফেলস ব্যাটালিয়নের ৩৪ বিডিআর সদস্যর স্বজনরা কুড়িগ্রামে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে ব্যানার, ফ্যাস্টুন ও বুকে পোস্টার ঝুলিয়ে শিশু, নারী ও বৃদ্ধসহ ঐ ৩৪ পরিবারের লোকজন কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানবন্ধন করে। বিডিআর পরিবারের সদস্যরা স্মারকলিপির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন, প্রকৃত অপরাধীদের বিচার প্রক্রিয়ায় নেয়া হোক। কিন্তু নিরাপরাধ বিডিআর জোয়ানদের গ্রেফতার করে আইনী প্রক্রিয়ায় নেয়ায় তাদের বেতনভাতা বন্ধ রয়েছে। ফলে শিশুদের লালনপালনসহ তারা মানবেতর জীবনযাপন করছেন। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার আবেদন জানান বিডিআর স্বজনরা। উল্লেখ্য গত ১১ মে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট কোর্টে ১২০(বি), ১২১ এবং ১২১ (এ) ধারায় ঐ ৩৪ বিডিআর সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করলে সেদিনই ২৭ রাইফেলস ব্যাটালিয়ন হেড কোয়ার্টার থেকে র‌্যাব ও সেনাবাহিনীর সহায়তায় পুলিশ তাদের আটক করে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সুবেদার মেজর ২জন, নায়েক সুবেদার ১জন, হাবিলদার ৯জন, ল্যান্স নায়েক ৪জন এবং সিপাহী ১৮জন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.