সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ, বিগত ত্বত্তাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড• ফখরুদ্দীন আহমদ, সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদসহ ১২ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী। সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করবেন তিনি।
মঙ্গলবার দুপুরে তার ধানমণ্ডির বাসায় এক সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, সংবিধান লঙ্ঘন করে দুই বছর ধরে অবৈধভাবে মতা দখল করে রাখায় সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রধান উপদেষ্টাসহ সাবেক আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন ও সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব•) এম এ মতিনের বিরুদ্ধে মামলা করবেন তিনি।
এছাড়া অবৈধ নিয়োগ লাভের অভিযোগে বর্তমান তিন নির্বাচন কমিশনারসহ দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর বিরুদ্ধেও মামলা করবেন বলে জানিয়েছন সালাউদ্দিন কাদের চৌধুরী। দেশদ্রোহিতার অভিযোগে সাবেক সেনাপ্রধান মইন উ আহমদসহ ত্বত্ত্বাবধায়ক সরকারের সময়ের প্রভাবশালী তিন সামরিক কর্মকর্তার সামরিক আইনে বিচারের জন্য মামলা করার কথাও বলেছেন সালাহউদ্দিন কাদের চৌধুরী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।