আমাদের কথা খুঁজে নিন

   

সারাদিন পানিবন্দী : নূহ্ নবীর নৌকার অপেক্ষায় আছি!!

http://www.myspace.com/423882880/music/songs/31785002

হৈচৈ, চিৎকার চেচামেচি। কিন্তু বুঝতে পারছিনা লোকটি কে? অন্ধকার অথবা আমিই অন্ধ! অনুভব করলাম, হৈচৈ চেচামেচিটা আমার দিকেই আসছে, জোরালো ভাবে! তারপর বিকট শব্দে আমার চোখ খুলে যায়! স্বপ্নের হৈচৈ ঘুম ভেঙ্গে দিয়ে আমাকে নিয়ে এলো অনুরূপ বাস্তবতায়! আমাদের একতলা প্রায় ডুবে গেছে। পাশের প্রতিবেশীগুলো এসে কোনোরকম দোতলার সিড়ি ঘরে আশ্রয় নিয়েছে। আমি এই প্রথম আমার শখ করে লেখা গল্পটার ভয়াবহতা অনুভব করি ( Click This Link ) এবং আর নিথর একজন মানুষের মতো কতোগুলো অস্থির মানুষের সাথে বালির বস্তা নিয়ে মধ্যরাতের যুদ্ধে সামিল হই। এভাবে ভোর হয়। তারপর হালকা আলোতে কিছু স্ন্যাপ ক্যামেরায় ধারন করি। প্রিয় লেখক জাকারিয়া স্বপন আমার ফেসবুক অ্যালবাম থেকে নিয়ে ছবি গুলো priyo.com এর দর্শক-পাঠকদের জন্য তুলে দেন : Metropolitan catastrophe 28-07-2009 ! চারঘন্টার বৃষ্টিতে তলিয়ে যাওয়া মধ্যরাত থেকে এখন পর্যন্ত পানিবন্দী হয়ে আছি। অপেক্ষায় আছি, নূহ্ নবীর নাও কখন আসে!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।