আমাদের কথা খুঁজে নিন

   

দৈবের বশে, প্রবাসে

_________________সেলাই গাছের কারখানা _______________________________________

সৈয়দ আফসার ফেরারি পর্ব২ দ্বিধা জাগেনি— তবু ছুঁয়ে গেলে অবশেষে তাদের শ্লেষে আকাশে যতদিন মেঘ জমে, ততদিন বৃষ্টিপাত হয়নি বৃষ্টির রূপকথা কাব্য-কবিতায় পড়েছি কিছু-কিছু বাকিটুকু লোকমুখে শুনি আমি আঁকছি মেঘের রূপ-প্রকৃতি; তুমি ঢাকছো আত্নগ্লানি ইচ্ছে হলে কি সব পাওয়া যায়; সব সাধ কি এখনও জানি— ছুঁলে তুমি কাঠখণ্ড চুম্বকের আগে; তবু কারো দ্বিধা জাগেনি মনোতলে চোখ খুলে রাখো— দেখো এখনো তৃষ্ণা মিটেনি শোনো, যেখানে প্রদীপ জ্বলে সেখানে না-যাওয়াই ভালো; ফলে শ্রাবণ এলে তুমিও তাড়াগ্রস্ত হও বৃষ্টিছায়ায়; জানালা খুলে কাঁচা মাংসের ঘ্রাণ বৃষ্টি হলে ঘনমেঘ কাঁদে; হেসে ওঠে পুকুরের জল বৃষ্টি হয়নি তাই রোদে পুড়ে জল, ছায়া বাঁধা বনে তোমাকে গ্রহল করিনি তাই কান্না জ্বলে-পুড়ে মরে করাত কলে তুমি তো জানো— করাত কলে কাঠ চেরাইয়ের শব্দ ভালো লাগে খুউব; তাই আমাকে ঘিরে ফেলেছে এখন কাঁচা মাংসের ঘ্রাণে তোমাকে নিয়ে করাত কলের শব্দ শুনিনি কতদিন হলো সেকথা ভাবতে-ভাবতে আবার শীত এসে গেলো শীত তো সহ্য হয় না; গা শিরশির করে পবনে আমাকে গিলে ফেলেছে কাঁচা মাংসের ঘ্রাণে ভাগ্যরেখা লক্ষ ছিক করে সবাই স্বপ্ন দেখে এগোতে চায় তার মতো করে গড়ে তুলে স্বপ্নবাগান ভাবে টাকা-কড়ি কবে হবে; অপেক্ষা আর কতদিন চাওয়াতে প্রথমসারি; বাড়ি-গাড়ি-নারী বঙিন দালান তার ব্যতিক্রম কেউ হয় হয়ত নয়; শুধু সময় কথা কয় আমিও বান্ধিব বাড়ি— খুব কাছে দাঁড়ানো শমন একদিন হাতরেখা গুনে কিছুই পাইনি— অবিরাম বৃষ্টি ছিল সে দিন কিছুই ভাবি না সখি, জানতে ইচ্ছে করে না কিচ্ছু এখন শুধু ভাবি আয়ু কত হবে; তুই ফিরে আসবি কোনদিন ফেলে আসা পথ হাঁটতে হাঁটতে যদি হারিয়ে ফেলো পথ তবে— তবে গতি পথ দায়ী হবে কেনো? তার জন্য দায়ী করো পা; তোমার আকাঙ্ক্ষা দৃষ্টি খুলে রাখো দূরে; হয়ত ফিরে পাবে পথ সাথে পাবে রোদ-জলের পাশে মেঘের হাওয়া আমি তো দূরে ফেলে এসেছি দূরের গায়ে— মাটির গন্ধ; সহচরের মায়া দুলছি একা সুতো ছিঁড়ে কতটুকু দুঃখ পেলে তুমি চুপচাপ থাকো কতটুকু কষ্ট পেলে নারীরা নীরবে কাঁদে কতটুকু আশা জাগালে তুমি স্বপ্ন দেখো বাতাশের ফাঁকে তুমি দূরত্বে দাঁড়ালে; দূরত্ব মনে হয় তিন ফুটেরও বেশি তাই মৃদু বাতাসে কাঁপছে শরীর; রঙিন ঠোঁট আজ তবে নাই-বা ফুটুক শিকড়-বাকড়হীন স্বপ্নকাঙ্ক্ষাফুল যতটুকু পূর্ণতা নিয়ে জেগেছে জল; তৃষ্ণার্ত সমুদ্রজল সন্ধ্যা নেমে গেলে ভুলে যাই সবকিছু শুধু ভালোলাগা বাদে সব কি ভুলে যাওয়া ভালো; তুমি তো বিপরীতে চলো তাই বেলা শেষে ক্লান্তির ডানা ঝেড়ে পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে ফিরছে তাদের নীড়ে; আমাকে জাগিও না তুমি— দুলছি একা সুতো ছিঁড়ে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।