সব ক'টা জানালা খুলে দাওনা...
কোথায় যেন পড়েছিলাম যে ভালো খেলোয়াড়েরা ভালো কোচ হতে পারেনা।
যুক্তিটা এমন ছিলো যে বেশি ভালো খেলোয়াড়েরা কোচ হলে তারা সাধারণ খেলোয়াড়দের কাছ থেকেও অসাধারণ কিছু আশা করেন...যা হোক।
আমি গর্ডন গ্রীনিজ, ভিভ রিচার্ডস এদের ব্যাটিং এর ভক্ত।
আমাদের ক্রিকেট দলের জন্য যখন গ্রীনিজ কোচ হয়ে এলেন তখন আশা করেছিলাম যে দেশে কিছু ভালো ক্রিকেটার তৈরি করে দিয়ে যাবেন তিনি।
পরিবর্তে কি হয়েছে তা তো সবাই জানি আমরা। গ্রীনিজের তৈরি কঠিন নিয়ম কানুন মানতে না পেরে ক্রিকেটার রা বেঁকে বসলো আর পরিণতিতে গ্রীনিজকে তার দায়িত্বপালন কালিন সময়ে বাংলাদেশি নাগরিকত্ব দেয়া সহ আরো আরো অযাচিত সম্মান দেখিয়ে শেষে অপমানজনক ভাবে তাড়ানো হয়েছিলো...কী লাভ হয়েছে তাতে আমাদের ক্রিকেটের?
একজন স্পোর্টসম্যান কী চাইলেই হওয়া যায়?
তার মধ্যে চাই জেতার আকুতি, প্রতিপক্ষের প্রতি একই সাথে সমীহ এবং খুনে মানসিকতা, চাই অসাধারণ ফিটনেস...এগুলোর কতখানি আছে আমাদের খেলোয়াড়দের মধ্যে? আমাদের মত গরিব দেশের পক্ষে যতটুকু আর্থিক যোগান দেয়া সম্ভব তা কি তাদের দেয়া হচ্ছেনা?
কিছুদিন আগে আবার ফুটবল কোচের সাথে ফুটবলার রা বিদ্রোহ করে বসলো...পত্রিকার খবর অনুযায়ী একজন খেলোয়াড় কোচের কথা অনুযায়ী কাজ না করায় কোচ তাঁকে বাইরে চলে যেতে বলে...সাথে সাথে তার লেজ ধরে চলে যায় আরো সাত আট জন। একজন বিদেশী কোচের কি দায় পড়েছে আমাদের খেলোয়াড়দের ফিটনেস আর নিয়ম মেনে চলা নিয়ে গলা ফাটানোর?
আমাদের খেলোয়াড়েরা কত দিনে নিজেদের ভালো বুঝতে শিখবে?
আসলে খেলোয়াড়দের ই বা দোষ কেন দেই...তারা তো আর ভিন্দেশি কেউ নয়...আমাদের ই মাঝ থেকে উঠে আসা বাংলাদেশি। সমস্যা আসলে আমাদের মধ্যেই...নিজেদের সমস্যা আমরা নিজেরা বুঝতে চাইনা। তাই ক্রমাগত কেবল পিছিয়েই চলেছি আমরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।