আমাদের কথা খুঁজে নিন

   

দখিন দুয়ার খোলা

আমি ভূবন

হৃদয়ের দখিন দুয়ার খোলা মৃদু বাতাসের মত ঝিরিঝিরি শব্দ নিয়ে আসতে পারো আসতে পারো বেলা অবেলার যে কোন সময়। কোন এক বাদল দিনে আসতে পারো শ্রাবনের সজল মেঘে ভেসে ঝড়াতে পারো বৃষ্টি ভেজাতে পারো আঙ্গিনা বষার ছাঁটে। আসতে পারো এক চন্দ্রিমা রাতে চাঁদের আলোয় ভরা জোছনায় পিপাসু চকোরিণীর তৃষ্ণা নিয়ে। তুমি আসতে পারো শরতের প্রথম প্রভাতের নরম রোদটুকু নিয়ে। তুমি আসতে পারো, আসতে পারো কোলাহল ছেড়ে আনমনে শান্ত নদীর কূল ঘেঁষে পায়ে হাঁটা পথটা ধরে হৃদয়ের নির্জন প্রান্তরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।