আমার সম্পর্কে বলার মত তেমন কিছু নাই, আমি একটা একটা একটা ...... একটা কি তাও জানিনা, তবে মাঝে মাঝে আমার কম্পিউটার টা রিসেট করলে বুঝতে পারি আমি আসলে একটা ............ ধুর ছাই কি যে আবার ভুলে গেছি, আপনারা জানলে আমাকে বলবেন দয়া করে
নাহ আমি তোমার মনে কোন আগুন লাগাবো নাহ
লাগাতে আসিনি কোন দহনের জ্বালা,
তোমায় একমুঠো সুখ এনেদিব বলে
এসেছি তোমার দ্বারে,
খোল এই আখি দেখ এসেছি শুন্য হাতে নয়
এক মুঠো সুখের ছোয়া নিয়ে
নিশিতে জেগে জেগে ভাবলাম তুমি হবে আমার
সত্যি কথাটা বলতে পারলাম নাহ কোনদিন
একদিন জোর করেই জানতে চাইলে
বুঝিলাম নাহ তোমার চোখের ভাষা ,
জানিলাম নাহ তোমায়
একটু সুখের কারনে আমি চাইনি
ভেংগে যাক আমার সাথে তোমার এই সুখের সম্পর্ক
তোমার পাশে একজন বন্ধু হয়েই থাকতে চেয়েছিলাম
বলিনি তোমায় আমি কত ভালবাসি
একদিন মনের ভুলেই হয়ত নাকি রাগ করেই
বললে আমায় কাপুরুষ
পরে বুঝলাম আমি কোনদিন সুপুরুষ ছিলাম নাহ
এজন্য হয়ত বুঝিনি তোমার চোখের ভাষা
রাগ করেই কি নাকি অভিমান করে
চলে গেলে তুমি আামার থেকে অনেক অনেক দুরে
একবার নয় বারবার হেরে গেলে আমার কাছে
এক মুঠো সুখ তুমি কোথাও পেলে নাহ,
সুখের আশায় চলতে চলতে তুমি হয়ে গেলে দিশেহারা
পেলেনা সুখ কোথাও
কি ভূল ছিল আমার?
হয়ত মুখ ফুটে বলতেই পারিনি
তোমায় আমি ভালবাসি
আর তো কিছু নয়, নয় কোন ভুল
আমি শুধু দূরে থেকে খুজে যাই তোমায়
আমার মনের অন্ধ চোখ দুটি দিয়ে
আর ভাবি নিজেকে একটা কাপুরুষ
আজো আমার মন বলে তুমি শুধু আমার
একদিন তুমি ঠিকেই আসবে ফিরে
ঠিকেই বাসবে ভাল আমায় তোমার মত করে
সেদিন কবে হবে জানিনা,
তোমার পথ চেয়ে আজো রই আমি শুন্য হাতে নয়
এক মুঠো সুখ নিয়ে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।