আমি খুব সাধারণ একজন। আমার অবুঝ মন। কি যেন চায় সারাক্ষণ। কখনো পায়,কখনো পায় না। ।
অন্ধকার ঘর একাকী শুয়ে থাকা।
কিছু ভুল স্বপ্ন দেখা।
জীবনের মানে নেই আছে শুধু বেদনা ।
আমি বড় অসহায় কেন তুমি বোঝনা।
ভালবাসা সেতো শেষ বিকেলের রোদ,
যা ফুরিয়ে যায় দেখতে দেখতে।
ভালবাসা সেতো ভোরের শীশীর,
যার মৃতু্য হয় সূর্যের আলোতে।
ভালবাসা চেয়ে পায় বল কজনা
আমি বড় অসহায় কেন তুমি বোঝনা?
মানুষের জীবনতো তীব্র স্রোতে
ভেসে চলা কচুরি পানার ন্যায়
ক্ষনিকের দেখা আর পরিচয়
আবার স্রোতেই ভেসে চলে যেতে হয়।
তবুওতা কখনো ভোলা যায়না। ।
আমি বড় অসহায় কেন তুমি বোঝনা??
***ভাল লাগলে লাইক , কমেন্ট করে জানান ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।