আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাস জীবনই বনবাস।



জীবন সংগ্রামে জয় হ্‌ওয়ার আশায় আমি কত কি না করেছি । একটুকু সুখের আশায় বাবা-মা,ভাই-বোন , ছেলে-মেয়ে এবং আমার ভালবাসার মানুষটি কে ফেলে আমি সৌদী-আরব আসি কিন্তু আসার সময় আমার হাতে একটা টাকা ছিল না । প্রথম ৩মাস কষ্ট হত বাড়ির জন্য, কষ্ট হত না যদি না আসার সাথে কাজ পেতাম । দুঃখ্য ভরা কান্ত কষ্ট নিয়ে আমার ৩মাস কেটে যায়। কাজ ফেলাম, কাজ করছি।

প্রতি মাসে বেতন পেয়ে ব্যাংক এর মারপত বাবার কাছে টাকা পাঠায়। মাঝে মাঝে মনে হয় ভাল আছি সুখে আছি। কাজের মাঝে দিন কেটে যায় কখন রাত আসে তা বলতে পারি না। কাজের পর বাসায় এসে রান্না করতে হয়, তার পর খেতে হয়। এইই প্রবাস জীবন ।

এখানে আমি একটা বিষয় লক্ষ করি সবার মুখে বুকে একটা বিষন্নতার ছবি কেউ বাবা-মার জন্য কেউ বা ছেলে-মেয়ে জন্য এবং নিজের ভালবাসার জন্য । এই টাই প্রবাসের কষ্ট । আমরা ভাল আছি কিন্তু মরুভূমিতে যারা আছে তাদের খুব কষ্ট করতে হয়। একটা কথা মনে হলে দুঃখ্য আসে যখন ঈদ আসে নামাজের পরে সবাই কম্বলে মুখ চেপে কান্না করে তাই বলতে হয় সংসার জীবন আমাদের দিয়েছে বনবাস। সংসারের কথা বাধ দিলাম বড় আশা ছিল কপলা হবে ভাল কোন কপিল (মালিক ) এর কাছে কাজ করবো কিন্তু দেশের সরকার আমাদের এই মালিক পরিবর্তন কোনো সমধান করলেন না তাই বড় নিঃসাষ ছেড়ে বলেত হয় সংসার শুধু আমাদের বনবাস দেয় নেই দেশর সরকার ও আমাদের দিয়েছে বনবাস


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।