মানুষে মানুষে সমানাধিকারে বিশ্বাস করি
অনেকেই বলবেন এটি ক্যারীবিয় মূল দল নয়। তথাপিও আমাদের মানতে হবে মাঠ দু'টি যেখানে টেস্ট ম্যাচ দু'টি হলো তা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের। এই ক্যালিপসো রাজ্যে খেলতে এসে বহু বাঘা বাঘা দলকে ব্যর্থ হতে দেখেছি আমরা। আর বাংলাদেশ একবারেই নবীনতম সদস্য বিশ্ব ক্রিকেটের সুন্দরতম খেলা টেস্ট ক্রিকেটের। বাংলাদেশ দলেও নানা কারনে নেই অনেক পুরনো খেলোয়াড়।
আর এসব বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমাদের প্রথম টেস্ট জয় এবং বিদেশের মাটিতে প্রথম সিরিজ জয় আজীবন ইতহাস হয়েই থাকবে। পরিসংখ্যানে লেখা থাকবে না এই ক্যারীবিয় দলটি কোন শ্রেণীর দল ছিল। সাকিব আল হাসানের মত ক্রিকেটারই আসলে গড়ে দিয়েছে দু'দলের মধ্যকার মূল পার্থক্য। সাকিব যে ক্রমেই নিজেকে একজন বিশ্বমানের অলরাউন্ডারে পরিণত করছেন তা আমাদের মত দেশের জন্য অবশ্যই গর্বের। কি রাজসিক ভঙ্গিতে অনায়াস জয় করায়ত্ব করলো সে, ছক্কা মেরে টিস্ট ম্যাচের সমাপ্তি টানা ক্রিকেটের সুন্দরতম দৃশ্যের অন্যতম।
একটি টেস্ট ম্যাচের শেষ ইনিংসে দু্শতাধিক রান চেজ করতে যেয়ে কতজন খেলোয়াড়কে আমরা পেয়েছি ৯৭ বলে ১৩টি চার ও একটি ছয়ে ৯৬ রান করে প্রায় ১০০ স্ট্রাইকরেটে অপরাজিত থাকতে? সাকিব এই লো-স্কোরিং টেস্টে ব্যাট হাতে ১১২ রান করার পাশাপাশি বল হাতে তুলে নিয়েছেন প্রতিপক্ষের ৮টি উইকেট। অসাধারণ অলরাউন্ড পারফরমান্স!
ম্যান অফ দ্যা ম্যাচ----সাকিব আল হাসান
ম্যান অফ দ্যা সিরিজ----সাকিব আল হাসান
বেস্ট ক্রিকেটার অফ বাংলাদেশ----সাকিব আল হাসান
মাত্র ৬৭ রানে চতুর্থ উইকেটের পতনের পরও চতুর্থ ইনিংসে পৃথিবীর যে কোন পিচেই ২১৫ রান করে ম্যাচ জেতা অসাধারণ। আর এ ধরণের ম্যাচের পুরোটা উপভোগ করতে পারাও ইতিহাসের দর্শন বটে।
সাবাস বাংলাদেশ ! বিশ্ব করেছ জয়
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।