আমাদের কথা খুঁজে নিন

   

দেশকে অপরাজনীতিমুক্ত করার আহবান স্পিকারের

আমি কিছুই লিখব না।

অপরাজনীতি থেকে দেশকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন স্পিকার আব্দুল হামিদ। তিনি বলেন, "মুন্সীগঞ্জে এসে দেখা গেল সড়কের দু'পাশ জেলা বিএনপির নব নির্বাচিত আহ্বায়কের পোস্টারে ছেয়ে গেছে। মনে হয় নির্বাচন হচ্ছে। ৩২ বছর কিশোরগঞ্জ জেলার সভাপতি দায়িত্ব পালন করার সময় একবারও একটি পোস্টার বা একটি ব্যানার লাগেনি।

" শনিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা কমপ্লেক্সে প্রাঙ্গণে ফ্রেন্ডস ফাউন্ডেশনের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার এ কথা বলেন। তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ দেশ বিদেশে প্রসংশিত। এ সংসদই পারে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে। এ জন্য প্রয়োজন বিরোধী দলসহ সকলের দেশপ্রেম এবং আন্তরিক সহযোগিতা। " নিরপেক্ষভাবে স্পিকারের দায়িত্ব পালন করে চলেছেন দাবি করে হামিদ বলেন, "সারা জীবন আওয়ামী লীগ করলেও যখন স্পিকারের চেয়ারে বসি তখন কোন দলের পক্ষ হয়ে কাজ করি না।

সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করি। সকল দলকে কার্য প্রণালী অনুযায়ী সমান সুযোগ দিয়ে থাকি। " তার নিরপেক্ষতা নিয়ে কেউ অভিযোগ তুলতে পারবে না বলে মনে করেন তিনি। ফ্রেন্ডস ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠিত সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাংসদ এম ইদ্রিস আলী, সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, মমতাজ বেগম, সাহিদা তারেক প্রমুখ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।