না জানার মধ্যে কোনো গৌবর নাই।
জানতে চাওয়ার মধ্যে নেই কোনো লজ্জা।
তাই আমি কোনো প্রকার সংকোচ ত্যাগ করে জানতে চাচ্ছি, আমার ব্লগিংয়ের ১০ মাসেরও বেশি অতিক্রান্ত হবার পরও অনেককে চিনেলও চিনতে পারিনি 'মমিন' নামে জনৈক একজনকে।
আমার স্বল্প ব্রেইনে যা বুঝি উনি ব্লগিংয়ের আন্ডারওর্য়াল্ডের কেউ। যিনি লোকচক্ষুর অন্তারালে থেকে সময়োপযোগী নানা মন্তব্য করে যান।
যা ব্লগারদের মাধ্যমে প্রতিফলিত হয়। ব্লগাররা আশ্চর্য হয় এই মমিনের কথায়। ব্লগাররা আশ্চর্য হয়ে বলে ওঠে, কস কিরে মমিন?
দুঃখজনক হলেও সত্যি এই মমিনের সাথে এখন পর্যন্ত আমার কোনো প্রকার মোলাকাত হয়নি।
তার কথা শুনে আমি একবারও আশ্চর্য হয়ে বলতে পারিনি, কস কিরে মমিন।
যে কারনে একজন স্বয়ংসম্পূর্ণ ব্লগার হিসেবে নিজেকে মানতে পারছিনা।
কারন যে এখনো মমিনের আশ্চর্যজনক কথা-ই শুনলনা, সে কীভাবে স্বয়ংসম্পূর্ণ ব্লগার হবে?
তাই জরূরী ভিত্তিতে মমিন স্বম্পর্কে জানতে চাই। পারলে ফোন নাম্বারটাও (চাই যদি থাকে)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।