কেউ কি সাহায্য করতে পারবেন।
আমি উইন্ডোজ এর ইউডোরা থেকে আউটলুক এক্সপ্রেস (এবং উইন্ডোজ এর থান্ডারবার্ড) এ মেইল ইম্পোর্ট করে দেখেছি। তারপর তা থেকে উবুন্টু এর থান্ডারবার্ড (এবং পেনেলোপ[ইউডোরা] ও এভোলুশন) এ ইম্পোর্ট করে দেখেছি।
সব ঠিক আছে কিন্তু - এটাচমেন্টগুলো ইম্পোর্ট করা সম্ভব হয়নি। আর একটা সমস্য আছে, সেটা হলো - সব মেইলগুলোই আনরিড মার্ক করা।
আমি জানি ইউডোরা এটাচমেন্ট আলাদা রাখে আর বাকিরা মেইল এর সাথে এটাচমেন্ট রাখে।
কেউ কি সাহায্য করতে পারবেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।