আমাদের কথা খুঁজে নিন

   

চাইলে অনলাইনেই শিখতে পারবেন

মানুষের জীবনে অনেক স্বাচ্ছন্দ্য এনেছে ইন্টারনেট। নতুন ভাষা, কোড লেখা, ছবি আঁঁকা, নকশা করা বা নতুন রান্নার মতো বিষয়গুলো শিখতে অর্থ খরচ করতে হয়। কিন্তু ইন্টারনেট দেখে চেষ্টা করলে খুব সহজে বিনামূল্যেই তা করতে পারবেন। এক্ষেত্রে ভিডিও সাইট ইউটিউব যেমন কাজে আসতে পারে তেমনি বিনামূল্যের বেশ কিছু ওয়েবসাইট থেকেও আপনি সাহায্য পেতে পারেন।

ছবি তোলা
ছবি তোলার মূল বিষয়গুলো শিখতে অনলাইনের সাহায্য নিতে পারেন।

ভালো ইংরেজি জানা থাকলে অনলাইনে খুব ভালো করে ছবি তোলার বিষয়গুলো জেনে নিতে পারবেন। ফটোগ্রাফি কোর্স ডটনেট (photographycourse.net) নামের সাইটটি এক্ষেত্রে কাজে লাগতে পারে। অ্যাপ্লিকেশন হিসেবে কাজে লাগতে পারে ফটোগ্রাফি টিউটোরিয়ালস নামের বিনামূল্যের অ্যাপ্লিকেশন।

কম্পিউটার প্রোগ্রামিং
ইন্টারনেট ব্যবহার করে অর্থ খরচ ছাড়াই কম্পিউটার প্রোগ্রামিং শিখতে পারেন। জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি, পিএইচপি, পাইথন ও রুবি শিখতে আপনার কাজে লাগতে পারে কোডঅ্যাকাডেমি ডটকম নামের সাইটটি।

(http://www.codecademy.com/) ট্রিহাউজ নামের আইপ্যাড অ্যাপ্লিকেশন ব্যবহার করেও প্রোগ্রামিং শিখে নিতে পারেন।

নতুন ভাষা শেখা
ইন্টারনেট ব্যবহার করে খুব সহজেই নতুন ভাষা রপ্ত করে ফেলতে পারেন আপনি। ভালো ইংরেজি জানলে স্প্যানিশ ভাষা শেখা সহজ হয়। এক্ষেত্রে কাজে আসতে পারে ওপেনকালচার ডটকম (www.openculture.com)। অ্যাপ্লিকেশন হিসেবে কাজে আসতে পারে ডুয়োলিংগো।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.