আমাদের কথা খুঁজে নিন

   

ওয়েষ্ট ইন্ডিজ vs বাংলাদেশ ম্যাচ ও কিছু প্যাচাল

সুতো ছেড়া ঘুড়ি

ওয়েষ্ট ইন্ডিজের এটা আসল দল নয় এটা সবাই জানে.... কিন্তু তারপরও আমি বলব মাঠে জে দলটি বেকায়দায় ছিল সেটি বাংলাদেশ। হাসছেন.... হাসতে পারেন কিন্তু আমিই ঠিক। হোক তৃতীয় সারির তবুও ওয়েষ্ট ইন্ডিজ কিন্তু একটা ব্যালান্স দল নিয়েই মাঠে নেমেছিলো যাতে বেশ কিছু বোলার ওব্যাট্সম্যান ছিল। এই ধরেন সামি ৫ উইকেট পেল কিন্তু বাকী ৫টি ! নাম না জানা বোলাররাই পেয়েছে..... ওয়েষ্ট ইন্ডিজ দলে যদি ব্রাভো, গেইলরা থাকটো তাহলে সামি এটোগুলো উইকেট পেতনা....অন্য কেউ পেত বাকীগুলো সবাই ভাগ করে নিত। ব্যাটিংয়েও গেইল বা চন্দ্রপলের কাজটা করেছে ফিলিপ্স বা ব্যনার্ডরা।

কিন্তু মাঠে নামার পর একজন বোলার হারিয়েছে বাংলাদেশ, তো আবার প্রধান বোলার, ক্যাপ্টেন। মাঠে কিন্তু ব্যাকফুটে ছিল বাংলাদেশই। সেখান থেকে এমোন ফাইট.... অসাধারণ। জাতি আজ গর্বিত হে ক্রিকেট বীরেরা। অভিনন্দন তোমাদের।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.